leadT1ad

অভিনব প্রচারপত্রে চাকসুর প্রচারণা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ২২: ৫৫
অভিনব প্রচারপত্রে চাকসুর প্রচারণা। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে চলছে জমজমাট প্রচারণা। প্রচলিত দেয়াললিখন কিংবা লিফলেটের বাইরে গিয়ে এবারের নির্বাচনে অভিনব প্রচার পদ্ধতি ব্যবহার করছেন প্রার্থীরা।

অভিনব এই প্রচারপদ্ধতিতে কারও লিফলেট হাতপাখার প্যাটার্নে, কারোটা ডলারের আকৃতিতে, আবার কেউ ফুলের মতো আকর্ষণীয় ডিজাইনে লিফলেট তৈরি করেছেন—যা পুরো প্রচারণায় এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা। সাধারণ শিক্ষার্থীরাও এতে আকৃষ্ট হচ্ছে বলে জানান।

শাটল ট্রেনে গরমের সমস্যা তুলে ধরতে হাতপাখা আকৃতির প্রচারপত্র নিয়ে এসেছেন জুলাইয়ে চোখ হারানো শিক্ষার্থী এবং সমাজসেবা ও পরিবেশ বিষয়ক পদপ্রার্থী শুভ হোসেন।

এমন প্রচারণার পেছনে কারণ জানতে চাইলে শুভ স্ট্রিমকে বলেন, ‘শাটল ট্রেনে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। ট্রেনে পর্যাপ্ত ফ্যান নেই। ফলে গরমের সময় শিক্ষার্থীরা ঘেমে একাকার হয়ে যায়। তাই এই ভাবনা থেকে হাতপাখা মডেলটি বেছে নিয়েছি। আমি নির্বাচিত হলে শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করব। তারই একটি বার্তা তুলে ধরেছি প্রচারপত্রে।’

অভিনব প্রচারপত্রে চাকসুর প্রচারণা। ছবি: সংগৃহীত
অভিনব প্রচারপত্রে চাকসুর প্রচারণা। ছবি: সংগৃহীত

অন্যদিকে ডলার আকৃতির প্রচারপত্র ব্যবহার করছেন চাকসুর ছাত্রী কল্যাণ সম্পাদক পদপ্রার্থী সারাহ চৌধুরী। স্ট্রিমকে সারাহ বলেন, ‘আমি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হওয়ায় ভাবলাম প্রচারণায় অর্থনীতির চিত্র ফুটিয়ে তোলা উচিত। সেই থেকেই ডলারের ভাবনা মাথায় আসে। তা ছাড়া প্রচারণার সময় ডলার দেওয়ায় ভোটাররাও বেশ ভালো মজা করছে।’

বিভিন্ন আবাসিক হল, ক্যাফেটেরিয়া ও বিভাগে এসব প্রচারপত্র হাতে হাতে ছড়িয়ে দিচ্ছেন প্রার্থী ও তাঁদের সমর্থকরা। কেউ কেউ আবার প্রচারপত্রের সঙ্গে কিউআর কোডও যুক্ত করছেন, যাতে স্ক্যান করলেই প্রার্থীর ইশতেহার দেখা যায়।

বিজয় ২৪ হল সংসদের সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদপ্রার্থী মাহমুদা আক্তার লিফলেট তৈরি করেছেন জবা ফুলের আকৃতিতে। মাহমুদা আক্তার স্ট্রিমকে বলেন, ‘অনেক প্রার্থী প্রায় একই ধারায় লিফলেট করছে। তাঁদের থেকে ভিন্নতার জন্যই আমার এমন চেষ্টা। যেহেতু আমি সমাজসেবা,পরিবেশ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে প্রার্থিতা করছি, সেহেতু আমার ইশতেহারের একটি অংশ হলো বিজয় ২৪ হলে ফুল গাছ রোপণ করা। তাই এই ফুলের আদলের লিফলেটের মাধ্যমে ইশতেহারের একটি অংশ ইঙ্গিত করেছি।’

এ ছাড়াও বিভিন্ন প্রার্থীর প্রচারণায় ভূগোল, স্কেল, একে ৪৭ ক্যাটাগরির পিস্তল, প্রজাপতি, গাছ আকৃতির প্রচারপত্র দেখা গেছে।

চাকসুর একদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু নির্বাচন। সেখানেও প্রার্থীদের এমন অভিনব প্রচারণা লক্ষ করা যাচ্ছে। এর আগে ডাকসু ও জাকসু নির্বাচনেও এমন নতুনধারার প্রচারণা দেখা গিয়েছিল। শিক্ষার্থীরা জানান, এই প্রজন্মের ভোটারদের টানতে তাদের উপযোগী করেই শিক্ষার্থী সংসদগুলোয় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।

উল্লেখ্য, আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।

Ad 300x250

সম্পর্কিত