leadT1ad

আমরা আসলে মুক্তি ডিজার্ভ করি না

সুমন রহমান
সুমন রহমান

মানিকগঞ্জে বাউল ও তাদের ভক্তদের ওপর হামলা। স্ট্রিম ছবি

আবুল সরকারের গ্রেপ্তার এবং বাউল-বয়াতিদের ওপর হামলা খুবই ‘ডিস্টার্বিং’ এবং ন্যক্কারজনক।

আবুল সরকার পালাগান করেছিলেন। তিন ঘণ্টার এই পালার বিষয় ছিল ‘জীব বনাম পরম’। পালাগান হচ্ছে পাল্টাপাল্টি গান। দুটি চরিত্রের মধ্যে গানে গানে বিতর্ক হয়। জগতের গুরুত্বপূর্ণ দার্শনিক ও ধর্মতাত্ত্বিক তর্কগুলো লোকায়ত সমাজে আলোচনা করার এটিই পাটাতন। যুগে যুগে।

জীব বনাম পরমের এই দ্বৈতবাদী লড়াইয়ে বয়াতি আবুল সরকার জীবের পক্ষে ‘পারফর্ম’ করেন। শুরুতেই তিনি ‘ডিসক্লেমার’ দিয়ে নেন। বলেন, আল্লার সঙ্গে পাল্লা হয় না। তবু ঘটনাটা যেহেতু পালাগান, যুক্তি তাঁকে দিতে হবে। সেজন্য তিনি আগাম ক্ষমাও চেয়ে নেন।

পরমের ‘ক্রিটিক’ করতে গিয়ে তিনি যে প্রসঙ্গের অবতারণা করেন, ধর্মতাত্ত্বিক আলোচনায় এটা মোটেও নতুন নয়। ইচ্ছার স্বাধীনতা নিয়ে পোস্ট–খেলাফত যুগে জাবারিয়া-আশারিয়া-মুতাজিলা সম্প্রদায় এসব আলোচনা দেড় হাজার বছর আগেই করেছে। সেজন্য তাদের কেউ জবাই করেনি। বরং মধ্যযুগে ইসলামের যে বিস্ময়কর বিকাশ হয়েছিল এশিয়া এবং ইউরোপে—এর পেছনে এসব আলোচনার প্রভূত অবদান ছিল। এগুলো আমরা সবাই–ই জানি।

আবুল সরকার এর চেয়ে বেশি কিছু করেননি। পালাকার হিসেবে তিনি একটা তাত্ত্বিক প্রসঙ্গকে হাজির করেছেন তাঁর গানে। এই পুরো প্রেক্ষিতটাকে হাওয়া করে দিয়ে শুধু দুটো বাক্যকে কেটে এক মিনিটের একটা ভিডিও ছড়িয়ে দেওয়া হলো। তাঁর অসম্ভব সুন্দর একটা পালাগানের ছোট একটা অসাবধানী অংশ কেটে ছড়িয়ে দেওয়া নিশ্চিতভাবে নাশকতামূলক কাজ।

এই অছিলায় পরের দিন যেভাবে বাউল-বয়াতিদের ওপর হামলা করা হলো, এটা অবশ্যই পুলিশের ঠেকাতে পারা উচিত ছিল। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত ছিল।

আবুল সরকার গানের শুরুতে ওখানকার বিএনপি প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। তাঁর ‘পজিশন’ পরিষ্কার। তিনি মনে করছেন, বিএনপির সরকারে বাউলরা নিরাপদ থাকবেন। এটুকুই তিনি চেয়েছেন। যাতে আর মাজার ভাঙা না হয়, বাউলরা যাতে নিরাপদে তাঁদের গানের চর্চা চালিয়ে যেতে পারেন।

যাঁরা কেবল এক মিনিটের ভিডিও দেখে এই বাউল সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়েছেন, পারলে পুরো ভিডিওটা দেখে নেবেন। অবশ্য পুরোটা দেখবার সময় বা ইচ্ছা আপনাদের হবে না।

জুলাই আমাদের একত্র করেছিল। মুক্ত করেছিল। এসব ঘটনায় প্রমাণ হয়, আমরা আসলে এই ঐক্য বা মুক্তি ‘ডিজার্ভ’ করি না। এসব ঘটনায় প্রমাণ হয়, কেন এই জাতি পনেরো বছর ফ্যাসিবাদের আয়নাঘরে কয়েদ হয়ে ছিল!

লেখক: কথাসাহিত্যিক; প্রাবন্ধিক

Ad 300x250

সম্পর্কিত