আমরা আসলে মুক্তি ডিজার্ভ করি না
আবুল সরকার পালাগান করেছিলেন। তিন ঘণ্টার এই পালার বিষয় ছিল ‘জীব বনাম পরম’। পালাগান হচ্ছে পাল্টাপাল্টি গান। দুটি চরিত্রের মধ্যে গানে গানে বিতর্ক হয়। জগতের গুরুত্বপূর্ণ দার্শনিক ও ধর্মতাত্ত্বিক তর্কগুলো লোকায়ত সমাজে আলোচনা করার এটিই পাটাতন। যুগে যুগে।