leadT1ad

ইসরায়েল থেকে মুক্তি পেয়ে শহিদুল আলম এখন তুরস্কে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
তুরস্কস্থ বাংলাদেশ কাউন্সিল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাকে অভ্যর্থনা জানান। ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে এখন তুরস্কে পৌছেছেন বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান তিনি। তুরস্কস্থ বাংলাদেশ কাউন্সিল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তাৎকে অভ্যর্থনা জানান।

প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টের স্ক্রিনশট
প্রধান উপদেষ্টার ফেসবুক পোস্টের স্ক্রিনশট

আজ সন্ধ্যায় ৬টা ৩৪ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, শুক্রবার টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ফেরত আসা প্রখ্যাত বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে ইস্তাম্বুলের বাংলাদেশ কাউন্সিল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান অভ্যর্থনা জানান।

বিকেলে তুরস্কের পৌঁছানো শহিদুল আলম। ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
বিকেলে তুরস্কের পৌঁছানো শহিদুল আলম। ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

এর আগে, তুরস্কের সূত্রের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, টার্কিশ এয়ারলাইন্সের টিকে–৬৯২১ ফ্লাইটে থাকা শহিদুল আলম স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনের বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।

বিকেলে তুরস্কের পৌঁছানো শহিদুল আলম। ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
বিকেলে তুরস্কের পৌঁছানো শহিদুল আলম। ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশ নিয়েছিলেন শহিদুল আলম। পরে ইসরায়েলি বাহিনী ওই বেসামরিক নৌ বহরে থাকা অন্যদের সঙ্গে শহিদুল আলমকেও আটক করে। আটকের পর থেকে তিনি ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত