leadT1ad

গাজায় শান্তিরক্ষায় অবদান রাখতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি রক্ষা ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৮: ৩৬
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শান্তি রক্ষা ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গাজায় শান্তি রক্ষা ও পুনর্গঠন প্রক্রিয়ায় অবদান রাখতে প্রস্তুত বাংলাদেশ। ১৯৬৭ সালের পূর্বের সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে।

গাজায় যুদ্ধ অবসানে হামাস ও ইসরায়েলের চলমান সংলাপকে স্বাগত জানিয়ে বাংলাদেশ বলছে, যেকোনো সংঘাত সমাধানের একমাত্র উপায় হলো কূটনীতি ও সংলাপ। গাজায় চলমান এই মর্মান্তিক সংকটের অবসান ঘটাতে যাঁরা এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগে ভূমিকা রাখছেন, বাংলাদেশ তাঁদের প্রচেষ্টাকে সাধুবাদ জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে, এই প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিক যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, মানবিক সহায়তা আবার চালু এবং গাজার জনগণের ভয়াবহ দুর্ভোগের অবসান ঘটবে। পাশাপাশি, এই কূটনৈতিক প্রক্রিয়া একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করবে বলেও বাংলাদেশ আশা করে।

Ad 300x250

সম্পর্কিত