leadT1ad

ভারতে পালানোর সময় বিএসএফের হাতে এএসপি আরিফুজ্জামান গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৮: ৩৯
পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া এএসপি মো. আরিফুজ্জামান

ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশ পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া এএসপি (সহকারী পুলিশ সুপার) মো. আরিফুজ্জামান আটক হয়েছেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

ভারতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর থানার অরক্ষিত সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করার সময় বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে হাকিমপুর সীমান্ত চৌকির কাছে আটক করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় পুলিশ তাঁর কাছ থেকে একাধিক পরিচয়পত্র ও সরকারি নথি উদ্ধার করেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আরিফুজ্জামানের বিরুদ্ধে ১৪ (এ) ফরেনার্স আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনে (১২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার কড়া নিরাপত্তায় তাকে বসিরহাট মহকুমা আদালতে নেওয়া হলে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (জেলহাজতে) নির্দেশ দেন অতিরিক্ত মুখ্য বিচারক।

৪৮ বছর বয়সী আরিফুজ্জামান নীলফামারীর শাহীপাড়া এলাকার বাসিন্দা। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এপিবিএন-২-এ সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তবে গত বছরের ১৪ অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন।

এর আগে আরিফুজ্জামান রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করতেন। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। ওই ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাদের মধ্যে আরিফুজ্জামানের নামও এজাহারে উল্লেখ করা হয়।

পরে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি গা ঢাকা দেন। পরে তাঁকে ময়মনসিংহে বদলি করা হলেও দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে ভারতে পালানোর চেষ্টার সময় ধরা পড়লেন তিনি।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান গণমাধ্যমকে জানান, আরিফুজ্জামান গত ১৩ অক্টোবর পর্যন্ত মুক্তাগাছায় দায়িত্ব পালন করেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

Ad 300x250

নামেই স্থায়ী ক্যাম্পাস, সব কাজ অস্থায়ীতে

৩৪ বছর পর চাকসু নির্বাচনের তফসিল আসছে বৃহস্পতিবার

৭১ ইস্যুতে ইসহাক দারের মন্তব্যের সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা

‘ভেজাল লাগাইয়া দিয়া যেভাবে নির্লিপ্ত আছেন, এটা আপনাকে সেভ করবে না’

জামায়াতের আমিরের সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সম্পর্কিত