স্ট্রিম প্রতিবেদক
যারা-ই হামলা চালাক না কেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে স্পষ্টতই হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যারা আঘাত করেছে, তাদের উদ্দেশ্য ছিল নুরকে হত্যা করা—এটা স্পষ্ট।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তাঁর ভাষায়, ‘একটা গণঅভ্যুত্থানের পরও যদি এ ধরনের হামলা হয়, আমাদের নেতাদের ওপর যদি আক্রমণ অব্যাহত থাকে, তবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নুরুল হকের ওপর হামলার ঘটনায় যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেটির কাজ দ্রুত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
এছাড়া নুরুল হকের উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘অভ্যুত্থানের পরেও ল ইনফোর্সমেন্ট এজেন্সিস যদি আমাদের নেতাদের ওপরে এভাবে আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষকে কী করছে চিন্তা করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। অতি দ্রুত চিফ অ্যাডভাইজার যে বিচার বিভাগীয় তদন্ত দিয়েছেন, সেটা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। আমি সরকারের কাছে বলি, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো দরকার।
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ সংঘর্ষ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ অনেকে আহত হন। এতে নুরুল হকের মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর গণ অধিকার পরিষদের দাবি, জাপার নেতা-কর্মীরাই তাঁদের মিছিলে হামলা চালায়। অন্যদিকে জাপার পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণ অধিকার পরিষদের মিছিল থেকেই আগে তাদের ওপর আক্রমণ করা হয়েছিল।
যারা-ই হামলা চালাক না কেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে স্পষ্টতই হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যারা আঘাত করেছে, তাদের উদ্দেশ্য ছিল নুরকে হত্যা করা—এটা স্পষ্ট।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। তাঁর ভাষায়, ‘একটা গণঅভ্যুত্থানের পরও যদি এ ধরনের হামলা হয়, আমাদের নেতাদের ওপর যদি আক্রমণ অব্যাহত থাকে, তবে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে?’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নুরুল হকের ওপর হামলার ঘটনায় যে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেটির কাজ দ্রুত শেষ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
এছাড়া নুরুল হকের উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠাতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘অভ্যুত্থানের পরেও ল ইনফোর্সমেন্ট এজেন্সিস যদি আমাদের নেতাদের ওপরে এভাবে আক্রমণ করে, তাহলে সাধারণ মানুষকে কী করছে চিন্তা করেন। এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। অতি দ্রুত চিফ অ্যাডভাইজার যে বিচার বিভাগীয় তদন্ত দিয়েছেন, সেটা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত। আমি সরকারের কাছে বলি, উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানো দরকার।
গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ সংঘর্ষ শুরু হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ অনেকে আহত হন। এতে নুরুল হকের মাথায় আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। এরপর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঘটনার পর গণ অধিকার পরিষদের দাবি, জাপার নেতা-কর্মীরাই তাঁদের মিছিলে হামলা চালায়। অন্যদিকে জাপার পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণ অধিকার পরিষদের মিছিল থেকেই আগে তাদের ওপর আক্রমণ করা হয়েছিল।
তবে এ উদ্যোগের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল বলে সমালোচকরা মনে করেন।
৪২ মিনিট আগেপররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা তাঁর নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তবে, প্রয়োজনে তাঁর ভ্রমণ নথি বা পাসপোর্ট সম্পর্কিত বিষয়গুলো সমাধান করবে সরকার।
১ ঘণ্টা আগেগোলাম রব্বানী বলেন, ‘পেজগুলোর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে সবচেয়ে বেশি।’
১ ঘণ্টা আগেতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। শিক্ষক-কর্মকর্তাদের পরিবারের সদস্যরা তাঁদের পরিচয়পত্রের ফটোকপি দেখিয়ে প্রবেশ করতে পারবেন।
২ ঘণ্টা আগে