ইউএনবি
হল ও শিক্ষাক্ষেত্রে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা ১-২-৩-৪, হলের রাজনীতি আর নয়; স্বাধীনতা না দাসত্ব, স্বাধীনতা-স্বাধীনতা ইত্যাদি স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন। রাত ১টার দিকে নারী শিক্ষার্থীরা হলের গেট ভেঙে রাজু ভাস্কর্যে জড়ো হয়।
জুলাইয়ের আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবির একটি দাবি ছিল—একাডেমিক ও হল ইউনিটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। কিন্তু ছাত্রদল শুক্রবার সকালে ১৮টি হলে কমিটি ঘোষণা করে, ফলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
মহসিন হলের ছাত্র নাজমুল হাসান লানজু বলেন, ‘আজ জুলাই আবার ঢাবিতে ফিরে এসেছে। জুলাই মাসের প্রতিশ্রুতি হলো হলগুলোকে রাজনীতিমুক্ত রাখা। কিন্তু এখন হলগুলোতে গোপন এবং প্রকাশ্য উভয় ধরনের রাজনীতি চলছে। আমরা বিলম্ব না করে হলগুলোকে ছাত্র রাজনীতিমুক্ত দেখতে চাই। যারা ছাত্র রাজনীতিকে হলগুলোতে ফিরিয়ে আনতে চান—তাদের উদ্দেশে আমরা বলতে চাই, যদি আপনারা ছাত্রলীগের পরিণতির মুখোমুখি হতে না চান—তাহলে হলগুলোতে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন না।’
রোকেয়া হলের এক ছাত্রী বলেন, ‘যারা আমাদের হলে উপহার পাঠিয়েছিলেন, আমরা তাদের বয়কট করেছি। আমরা বিশ্বাস করি অন্যান্য নারী হলগুলোও এই ধরনের পদক্ষেপ নেবে।’
রাজু ভাস্কর্যে সমাবেশ শেষ করার পর, বিক্ষোভকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং পাঁচটি দাবি পেশ করে।
দাবিগুলোর মধ্যে রয়েছে, কেন কমিটি দেওয়া হলো উপাচার্যকে তার উত্তর দিতে হবে এবং প্রভোস্টদের ব্যর্থতার জন্য ক্ষমা চাইতে হবে।
২৪ ঘণ্টার মধ্যে, ছাত্রদল, শিবির এবং বামপন্থীসহ সকল বিদ্যমান হল কমিটি ভেঙে দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের হল এবং শিক্ষাক্ষেত্রে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে রাজনীতির জন্য একটি সম্পূর্ণ কাঠামো তৈরি করতে হবে।
২৪ ঘণ্টার মধ্যে সকল হল কমিটি ভেঙে না দিলে, একটি দুর্বার আন্দোলন শুরু করা হবে বলেও হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা।
এর আগে গতকাল ঢাবিতে ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটিগুলোতের মোট ৫৯৩ জন নেতাকর্মীকে বিভিন্ন পদে মনোনীত করা হয়েছে।
নতুন ঘোষিত এই কমিটিগুলোতে প্রত্যেক হলে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সদস্যসচিবসহ ৩ থেকে ৬১ জন পর্যন্ত সদস্য রয়েছেন। তবে কয়েকটি ছাত্রী হলে ছোট আকারে কমিটি দেওয়া হয়েছে—যেখানে সদস্য সংখ্যা ৩ থেকে ৮ জন।
হল ও শিক্ষাক্ষেত্রে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। তারা ১-২-৩-৪, হলের রাজনীতি আর নয়; স্বাধীনতা না দাসত্ব, স্বাধীনতা-স্বাধীনতা ইত্যাদি স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন। রাত ১টার দিকে নারী শিক্ষার্থীরা হলের গেট ভেঙে রাজু ভাস্কর্যে জড়ো হয়।
জুলাইয়ের আন্দোলনের সময় দেওয়া ৯ দফা দাবির একটি দাবি ছিল—একাডেমিক ও হল ইউনিটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হোক। কিন্তু ছাত্রদল শুক্রবার সকালে ১৮টি হলে কমিটি ঘোষণা করে, ফলে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।
মহসিন হলের ছাত্র নাজমুল হাসান লানজু বলেন, ‘আজ জুলাই আবার ঢাবিতে ফিরে এসেছে। জুলাই মাসের প্রতিশ্রুতি হলো হলগুলোকে রাজনীতিমুক্ত রাখা। কিন্তু এখন হলগুলোতে গোপন এবং প্রকাশ্য উভয় ধরনের রাজনীতি চলছে। আমরা বিলম্ব না করে হলগুলোকে ছাত্র রাজনীতিমুক্ত দেখতে চাই। যারা ছাত্র রাজনীতিকে হলগুলোতে ফিরিয়ে আনতে চান—তাদের উদ্দেশে আমরা বলতে চাই, যদি আপনারা ছাত্রলীগের পরিণতির মুখোমুখি হতে না চান—তাহলে হলগুলোতে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করবেন না।’
রোকেয়া হলের এক ছাত্রী বলেন, ‘যারা আমাদের হলে উপহার পাঠিয়েছিলেন, আমরা তাদের বয়কট করেছি। আমরা বিশ্বাস করি অন্যান্য নারী হলগুলোও এই ধরনের পদক্ষেপ নেবে।’
রাজু ভাস্কর্যে সমাবেশ শেষ করার পর, বিক্ষোভকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং পাঁচটি দাবি পেশ করে।
দাবিগুলোর মধ্যে রয়েছে, কেন কমিটি দেওয়া হলো উপাচার্যকে তার উত্তর দিতে হবে এবং প্রভোস্টদের ব্যর্থতার জন্য ক্ষমা চাইতে হবে।
২৪ ঘণ্টার মধ্যে, ছাত্রদল, শিবির এবং বামপন্থীসহ সকল বিদ্যমান হল কমিটি ভেঙে দিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের হল এবং শিক্ষাক্ষেত্রে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে রাজনীতির জন্য একটি সম্পূর্ণ কাঠামো তৈরি করতে হবে।
২৪ ঘণ্টার মধ্যে সকল হল কমিটি ভেঙে না দিলে, একটি দুর্বার আন্দোলন শুরু করা হবে বলেও হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা।
এর আগে গতকাল ঢাবিতে ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখা।
সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এ কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। নতুন এই কমিটিগুলোতের মোট ৫৯৩ জন নেতাকর্মীকে বিভিন্ন পদে মনোনীত করা হয়েছে।
নতুন ঘোষিত এই কমিটিগুলোতে প্রত্যেক হলে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সদস্যসচিবসহ ৩ থেকে ৬১ জন পর্যন্ত সদস্য রয়েছেন। তবে কয়েকটি ছাত্রী হলে ছোট আকারে কমিটি দেওয়া হয়েছে—যেখানে সদস্য সংখ্যা ৩ থেকে ৮ জন।
এক নারী ও পুরুষকে ধারালো অস্ত্রহাতে সন্ত্রাসীদের ধাওয়ার ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করতে গিয়ে খুন হয়েছেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। বৃহস্পতিবার (৭ আগস্ট) গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে তুহিনকে হত্যা করে সন্ত্রাসীরা।
৩ ঘণ্টা আগেচালের বাজার আগেই ঊর্ধ্বমুখী ছিল, এখন তাতে যুক্ত হয়েছে পেঁয়াজ, ডিম, সবজি, মসলা ও কাঁচা মরিচসহ প্রায় সব পণ্য। নিত্যপণ্যের দামের এই উল্লম্ফনে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।
৫ ঘণ্টা আগেগতকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। গত বছর থেকে মতপ্রকাশের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতাকে ক্ষুণ্ন করার জন্য অন্তর্বর্তী সরকার দায়ী বলে ইঙ্গিত করে নোয়াব।
১৮ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থানের মুখে ২০২৫ সালের ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ক্যাডারদের হামলা ও গুলিতে ১ হাজার ৪০০ নিহত এবং আহত হয়েছেন ২৩ হাজারের বেশি।
১৮ ঘণ্টা আগে