leadT1ad

নির্বাচন বানচালের তৎপরতা মানে জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানো: জোনায়েদ সাকি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ২৩: ২৭
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রামে গণসংহতি আন্দোলন আয়োজিত ‘মাথাল মিছিল’। ছবি: সংগৃহীত

যারা নির্বাচন বানচাল করার তৎপরতা চালাবে, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামে গণসংহতি আন্দোলন আয়োজিত এক ‘মাথাল মিছিলে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সারা দেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এই ‘মাথাল মিছিল’ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জোনায়েদ সাকি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র রক্ষা ও জনস্বার্থ নিশ্চিতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। যারা এই প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে চায়, তারা মূলত দেশের স্বার্থের পরিপন্থী কাজ করছে।’

গণসংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী চিরন্তন চিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাথাল মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী মোর্শেদ আলম, রাজনৈতিক পরিষদের সদস্য সৈয়দ হাসান মারুফ রুমী, কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদ শিমুল, চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়কারী নাসির উদ্দীন তালুকদার ও নির্বাহী সমন্বয়কারী জাহিদুল আলম প্রমুখ

Ad 300x250

সম্পর্কিত