leadT1ad

পবিত্র আশুরা ৬ জুলাই, ৩ দিনের বর্ধিত সাপ্তাহিক ছুটি

স্ট্রিম ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ১২: ১৩
আপডেট : ২৯ জুন ২০২৫, ১৫: ১০
ছবি: এআই

বাংলাদেশের আকাশে গতকাল দেখা গেছে ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ। আজ ২৭ জুন শুক্রবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হচ্ছে। আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে।

গতকাল বুধবার সন্ধ্যায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আরবি ‘আশারা’ শব্দের অর্থ দশ। ১০ মহররমকে ‘আশুরা’ হিসেবে পালন করা হয়।

৬১ হিজরি ১০ মহররম ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে ন্যায়যুদ্ধে কারবালার প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা শহীদ হন। মুসলমানদের কাছে দিনটি পবিত্র ও শোকের।

এদিকে আশুরা উপলক্ষে বর্ধিত সাপ্তাহিক ছুটি পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। শুক্র, শনির সঙ্গে আশুরার সরকারি ছুটি যোগ হয়ে টানা তিন দিন ছুটি পাবেন তাঁরা।

বিষয়:

ধর্ম
Ad 300x250

সম্পর্কিত