leadT1ad

ফরিদপুরে আন্দোলনের তৃতীয় দিন

দুটি মহাসড়কের সঙ্গে রেলপথ অবরোধ, ২১টি জেলার গাড়ি ও ট্রেন চলাচল বন্ধ

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি বলেন, ভোর থেকে দুইটি মহাসড়কেই শত শত মানুষ অবরোধ করে মহাসড়কের ওপর বসে আছে। তাদের কথা একটিই, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

স্ট্রিম সংবাদদাতা
ফরিদপুর
দুটি মহাসড়কের সঙ্গে রেলপথ অবরোধ, ২১টি জেলার গাড়ি ও ট্রেন চলাচল বন্ধ। স্ট্রিম ছবি

ফরিদপুর-৪ আসন বিন্যাস পূর্বের অবস্থায় রাখার দাবিতে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা। টানা তৃতীয় দিনের মতো মহাসড়কের সঙ্গে বৃহস্পতিবার সকাল থেকে রেলপথও অবরোধ করে তারা। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক পথে ২১টি জেলার যানবাহন ও ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে রেলপথ অবরোধ শুরু হয়। এতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছে।

ভাঙ্গা রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-খুলনা রেল লাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে সকাল সাতটার দিকে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা। বিকল্প পথ হিসেবে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি কাশিয়ানী জংশনে গিয়ে বোয়ালমারী-কালুখালী পথে রাজবাড়ী অথবা যমুনা সেতু হয়ে ঢাকা যেতে হবে। এ ছাড়া বেনাপোল গামী রূপসী বাংলা ট্রেনটি এ পথে আসা বন্ধ করা হয়েছে। ভাঙ্গার কৈডুবি রেল গেটের গেট কিপার মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দুটি মহাসড়কের সঙ্গে রেলপথ অবরোধ, ২১টি জেলার গাড়ি ও ট্রেন চলাচল বন্ধ। স্ট্রিম ছবি
দুটি মহাসড়কের সঙ্গে রেলপথ অবরোধ, ২১টি জেলার গাড়ি ও ট্রেন চলাচল বন্ধ। স্ট্রিম ছবি

জানতে চাইলে ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ সাকিব আকন্দ বলেন, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ভাঙ্গায় ৮টা ১৫ মিনিটে পৌঁছানোর কথা। কিন্তু রেললাইন অবরোধের কারণে ট্রেনটি ভাঙ্গা পৌঁছতে পারেনি। মুকসুদপুর এলাকায় অবস্থান করছে।

জাহানাবাদ এক্সপ্রেস আটকা পড়ার তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা রেলওয়ে পুলিশের ইনচার্জ শাবুর হোসেন বলেন, ঢাকাগামী জাহানাবাদ ট্রেন মুকসুদপুর এলাকায় আটকা পড়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধকারীরা অবরোধ না তুললে, পরিস্থিতি শান্ত না করা পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে সকাল সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় ৮০ থেকে ৯০ জন এবং আলগী ইউনিয়নের সুয়াদি এলাকায় শতাধিক ব্যক্তি মহাসড়কে বসে বিক্ষোভ শুরু করেন। একইভাবে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুখুরিয়া, হামিরদী ও নওয়াপাড়া এলাকায় শতাধিক মানুষ গাছের গুঁড়ি ফেলে,আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় ভাঙ্গা গোলচত্বরেও অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে ঢাকাগামী বাস, ট্রাক, মাইক্রোবাসসহ শত শত যানবাহন আটকা পড়েছে। ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্তত ২১টি জেলার যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে বলে হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে।

দুটি মহাসড়কের সঙ্গে রেলপথ অবরোধ, ২১টি জেলার গাড়ি ও ট্রেন চলাচল বন্ধ। স্ট্রিম ছবি
দুটি মহাসড়কের সঙ্গে রেলপথ অবরোধ, ২১টি জেলার গাড়ি ও ট্রেন চলাচল বন্ধ। স্ট্রিম ছবি

আন্দোলনকারীরা বলেন, ফরিদপুর-৪ সংসদী আসনের অধীর ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করা কোনোভাবেই তারা মানবেন না। এই দাবি আদায়ের আগ পর্যন্ত যতদিন প্রয়োজন ততদিন রাস্তায় থাকবে তারা, কিন্তু অবরোধ তুলবেন না।

অবরোধের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রোকিবুজ্জামান বলেন, ভোর থেকে দুইটি মহাসড়কেই শত শত মানুষ অবরোধ করে মহাসড়কের ওপর বসে আছে। তাদের কথা একটিই, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বে না। এত বড় জনসমাগম নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

এর আগে ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে একাধিকবার মহাসড়ক অবরোধ করেন এলাকাবাসী। একই সঙ্গে হাইকোর্টে রিটও দায়ের করা হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত