স্ট্রিম সংবাদদাতা
বেশ কিছুদিন হলো নদীতে মাছ নেই বললেই চলে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সহযোগীদের নিয়ে ট্রালারে পদ্মায় মাছ শিকারে যান জীবন হালদার। ভোর ৪টার দিকে জাল ফেলে ৫টার দিকে তুলতেই ঢাঁই মাছটি ভেসে ওঠে। মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম।
‘এত বড় মাছ দেখে প্রথমে ভাবছিলাম পাঙ্গাশ। পরে দেখি ঢাঁই মাছ। আমার বয়সে এত বড় ঢাঁই মাছ এই একটাই পেয়েছি। সেটা সর্বোচ্চ ১০-১২ কেজি হবে।’ এমনটাই বলছিলেন অশীতিপর মৎসজীবী জীবন হালদার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া চর কন্যেশন এলাকার পদ্মায় জাল ফেলে সাড়ে ২২ কেজি ওজনের ঢাঁই মাছটি ধরেন স্থানীয় এই মৎস্যজীবী। পরে সকাল ৬টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত আনোয়ার খাঁর মৎস্য আড়তে নিয়ে গেলে ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।
প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা দরে ঢাঁই মাছটি কিনেন আড়তের ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান। তিনি বলেন, সকাল ৬টার দিকে দৌলতদিয়া বাজারের আনোয়ার খাঁর মৎস্য আড়তে মাছটি তোলা হয়। ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাঁই মাছটি প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা দরে কিনে নেন তিনি। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী প্রতি কেজি ৪ হাজার ৮০০ টাকা দরে কিনতে রাজি হন। তাঁর কাছে মোট ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
মাছ বিষয়ক বিভিন্ন জার্নাল থেকে জানা গেছে, ক্যাটফিস জাতীয় ঢাঁই একটি বিপন্ন প্রজাতির মাছ। কোথাও এটি শিলং নামেও পরিচিত। এ মাছের আবাস পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন নদীতে।
গোয়ালন্দ সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘ঢাঁই মাছ দেশীয় বিপন্ন প্রজাতির মাছের একটি। এখন সচারাচর এই মাছ নদীতে পাওয়া যায় না। ঢাঁই মাছ এখন প্রায় বিলুপ্তির পথে। এ কারণে বাজারে ঢাঁই মাছের দাম অনেক বেশি। নদী দূষণের ফলে ঢাঁই মাছ হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের জন্য ঢাঁই মাছ ধরে রাখা কঠিন হয়ে পড়বে।’
বেশ কিছুদিন হলো নদীতে মাছ নেই বললেই চলে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সহযোগীদের নিয়ে ট্রালারে পদ্মায় মাছ শিকারে যান জীবন হালদার। ভোর ৪টার দিকে জাল ফেলে ৫টার দিকে তুলতেই ঢাঁই মাছটি ভেসে ওঠে। মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম।
‘এত বড় মাছ দেখে প্রথমে ভাবছিলাম পাঙ্গাশ। পরে দেখি ঢাঁই মাছ। আমার বয়সে এত বড় ঢাঁই মাছ এই একটাই পেয়েছি। সেটা সর্বোচ্চ ১০-১২ কেজি হবে।’ এমনটাই বলছিলেন অশীতিপর মৎসজীবী জীবন হালদার।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া চর কন্যেশন এলাকার পদ্মায় জাল ফেলে সাড়ে ২২ কেজি ওজনের ঢাঁই মাছটি ধরেন স্থানীয় এই মৎস্যজীবী। পরে সকাল ৬টার দিকে দৌলতদিয়া বাজারে অবস্থিত আনোয়ার খাঁর মৎস্য আড়তে নিয়ে গেলে ১ লাখ ৩ হাজার ৯৬০ টাকায় মাছটি বিক্রি করেন তিনি।
প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা দরে ঢাঁই মাছটি কিনেন আড়তের ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যাবসায়ী সম্রাট শাহজাহান। তিনি বলেন, সকাল ৬টার দিকে দৌলতদিয়া বাজারের আনোয়ার খাঁর মৎস্য আড়তে মাছটি তোলা হয়। ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের ঢাঁই মাছটি প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা দরে কিনে নেন তিনি। মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করা হলে ঢাকার এক ব্যবসায়ী প্রতি কেজি ৪ হাজার ৮০০ টাকা দরে কিনতে রাজি হন। তাঁর কাছে মোট ১ লাখ ৮ হাজার ৪৮০ টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।
মাছ বিষয়ক বিভিন্ন জার্নাল থেকে জানা গেছে, ক্যাটফিস জাতীয় ঢাঁই একটি বিপন্ন প্রজাতির মাছ। কোথাও এটি শিলং নামেও পরিচিত। এ মাছের আবাস পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন নদীতে।
গোয়ালন্দ সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ‘ঢাঁই মাছ দেশীয় বিপন্ন প্রজাতির মাছের একটি। এখন সচারাচর এই মাছ নদীতে পাওয়া যায় না। ঢাঁই মাছ এখন প্রায় বিলুপ্তির পথে। এ কারণে বাজারে ঢাঁই মাছের দাম অনেক বেশি। নদী দূষণের ফলে ঢাঁই মাছ হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আগামী প্রজন্মের জন্য ঢাঁই মাছ ধরে রাখা কঠিন হয়ে পড়বে।’
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্যের মধ্যেই আগামী শনিবার বাস্তবায়নের প্রক্রিয়ায় হবেন বলে আশা করছেন করছেন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য আলী রীয়াজ সাংবাদিকদের জানান, তারা বাস্তবায়
৪ ঘণ্টা আগে৪৮তম (বিশেষ) বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সহকারী সার্জন পদে ২,৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনীত করা হয়েছে।
৭ ঘণ্টা আগেপুলিশ যেন রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে তদন্ত পরিচালনা করতে পারে সেজন্য খুব শিগগিরই একটি স্বতন্ত্র তদন্ত বিভাগ চালু করতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
৭ ঘণ্টা আগেরাজনৈতিক অস্থিতিশীলতা ও সহিংস বিক্ষোভের মধ্যে নেপালে আটকে পড়া বাংলাদেশের জাতীয় ফুটবল দলসহ ৫৮ জন দেশে ফিরে এসেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
৮ ঘণ্টা আগে