২৩ কেজির এক ঢাঁই মাছ লাখ টাকায় বিক্রি
বেশ কিছুদিন হলো নদীতে মাছ নেই বললেই চলে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে সহযোগীদের নিয়ে ট্রালারে পদ্মায় মাছ শিকারে যান জীবন হালদার। ভোর ৪টার দিকে জাল ফেলে ৫টার দিকে তুলতেই ঢাঁই মাছটি ভেসে ওঠে। মাছটির ওজন ২২ কেজি ৬০০ গ্রাম।