leadT1ad

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি জেনারেলের সাক্ষাৎ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

পাকিস্তানের জেনারেল সাহির শামশাদ মির্জা শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ।

পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির (সিজেসিএসসি) চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনার বিষয়গুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বিশেষভাবে গুরুত্ব পায়।

জেনারেল মির্জা বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও জনগণের বন্ধন রয়েছে। তিনি জানান, এই সম্পর্কের ভিত্তিতে দুই দেশ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে পারে। বাণিজ্য, যোগাযোগ ও বিনিয়োগ সম্প্রসারণের বড় সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমাদের দুই দেশ একে অপরকে সহযোগিতা করবে।’ জেনারেল মির্জা আরও জানান, করাচি ও চট্টগ্রামের মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন ইতিমধ্যেই চালু হয়েছে। এছাড়া ঢাকা-করাচি বিমানপথও শিগগিরই চালু হবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতিনিধি দল।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে পাকিস্তানের সেনাবাহিনীর প্রতিনিধি দল।

দুই পক্ষই মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, তারা ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আলোচনায় উঠে আসে, বিভিন্ন গোষ্ঠী এই মাধ্যমগুলো ব্যবহার করে বিভিন্ন অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ভুয়া খবর ও বিভ্রান্তিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। এটি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এই বিপদের বিরুদ্ধে বৈশ্বিকভাবে সমন্বিত উদ্যোগ নিতে হবে।’

সাক্ষাৎকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত