leadT1ad

ট্রেনে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

উদ্ধার হওয়া অস্ত্র ও বিস্ফোরক। ছবি: আইএসপিআরের সৌজন্যে

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে আটটি বিদেশি অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করেছে সেনাবাহিনী। আজ রোববার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা সোয়া ১১টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে আটটি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২ কেজি ৩৯০ গ্রাম গান পাউডার এবং ২ কেজি ২৩০ গ্রাম প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করে।

ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ট্রেনের বগি থেকে উদ্ধার হওয়া অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলির বিষয়ে ঢাকা জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আনোয়ার হোসেন স্ট্রিমকে বলে, সেনাবাহিনীর উদ্ধার অভিযান সম্পন্ন হওয়ার পর রেলওয়ে পুলিশের কাছে সেগুলো আসবে। এখনও কোনো জিডি বা মামলা করা হয়নি।

Ad 300x250

সম্পর্কিত