স্ট্রিম প্রতিবেদক
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় এবং গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় এবং গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরনি আক্তার গুইমারা উপজেলায় এই আদেশ জারি করেন।
প্রশাসন জানায়, অবরোধ কেন্দ্র করে শনিবার দুপুরে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে।
ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি, সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ যৌথ টহল জোরদার রাখা হয়েছে।
১৪৪ ধারা জারির ফলে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় চার বা ততোধিক মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ, মাইকিং ও অস্ত্র বহনসহ যেকোনো ধরনের উস্কানিমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা, চেঙ্গি স্কয়ার, মহাজন পাড়া এলাকায় দফায় দফায় মুখোমুখি অবস্থান নেয় বাঙালি ও চাকমারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় এবং গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় এবং গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরনি আক্তার গুইমারা উপজেলায় এই আদেশ জারি করেন।
প্রশাসন জানায়, অবরোধ কেন্দ্র করে শনিবার দুপুরে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ আদেশ জারি করা হয়েছে।
ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি, সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ যৌথ টহল জোরদার রাখা হয়েছে।
১৪৪ ধারা জারির ফলে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় চার বা ততোধিক মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ, মাইকিং ও অস্ত্র বহনসহ যেকোনো ধরনের উস্কানিমূলক কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা, চেঙ্গি স্কয়ার, মহাজন পাড়া এলাকায় দফায় দফায় মুখোমুখি অবস্থান নেয় বাঙালি ও চাকমারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল ছুঁড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় শতাধিক কর্মী কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। তাঁদের দাবি, শিগগিরই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে তাঁদের মালয়েশিয়া পাঠাতে হবে।
২০ মিনিট আগেদিবসটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বিকেল ৩টায় ঢাকার আগারগাঁওয়ে তথ্য কমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
১ ঘণ্টা আগেখাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা চলছে। এতে করে গতকাল শনিবার সকাল থেকেই জনজীবন স্থবির হয়ে আছে। আজ রোববার সকালেও শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কগুলোতে মানুষের চলাচল স্বাভাবিক হয়ে ওঠেনি। শহরে প্রতিটি অলিগলিতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারি ক
২ ঘণ্টা আগেরোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ।
৪ ঘণ্টা আগে