স্ট্রিম প্রতিবেদক
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরের কথা বলেছে বিএনপি। এ ছাড়াও তারা ‘দল-ঘনিষ্ঠ’ উপদেষ্টাদের বিষয়ে পদক্ষেপ নিতেও বলেছে। বিএনপির পর আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
জামায়াতের একটি সূত্র জানিয়েছে, জুলাই সনদে স্বাক্ষরের পরেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের অনুরোধ জানায় জামায়াত। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের মনোভাব নিশ্চিত হতে দলীয় বৈঠকে পরামর্শ করে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চায় তারা। গণভোটের প্রক্রিয়া নিয়েও আলাপে আগ্রহী দলটি।
একই সময়ে বিএনপির পক্ষ থেকেও বৈঠকের আগ্রহ প্রকাশ করা হয়। এরই ফলে গতকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন প্রধান উপদেষ্টা।
জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের বৈঠকে তাঁরা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে গণভোট আয়োজনের প্রসঙ্গ নিয়ে আলোচনাকে অগ্রাধিকার দেবেন। এর সঙ্গে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত করা ও জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে জামায়াত গুরুত্ব দেবে।
এই প্রসঙ্গগুলো নিয়ে জামায়াত ইতিমধ্যে তাদের নির্বাহী পরিষদ ও যুগপৎ আন্দোলনের সঙ্গী সমমনা সাত দলের সঙ্গে আলোচনা করে একমত হয়েছে বলেও দলের একটি সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, প্রশাসনে এখনও আওয়ামী লীগের সমর্থকগোষ্ঠী রয়ে গেছে, জুলাই অভ্যুত্থানের সময় লুটপাট হওয়া অনেক অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি, এসব বিষয়ে প্রধান উপদেষ্টার মনোযোগ আকর্ষণ করবেন জামায়াতের নেতারা।
সম্প্রতি সরকারের ইচ্ছা থাকলেও সিসিটিভি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরার বিষয়ে ‘করণীয় কিছু নেই’ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে ইসি জানিয়ে দিয়েছে, নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশের বডিওর্ন ক্যামেরা নিয়ে কমিশনের কিছু করার নেই।
না প্রকাশে অনিচ্ছুক জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতা স্ট্রিমকে বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গটিও তোলা হতে পারে। নির্বাচনে অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলার জন্য ক্যামেরার ব্যবহারকে জরুরি মনে করে জামায়াত।
তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের এজেন্ডা নির্ধারণ করার জন্য আজ বিকেলে নিজেদের মধ্যে একটি বৈঠক করবে জামায়াত। সেখান থেকেই আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হবে। পূর্ব নির্ধারিত প্রসঙ্গ ছাড়াও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো বিষয় তোলা হলে সেটি নিয়েও প্রতিনিধি দল মতামত দেবে।
গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বিকেল ৫টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। পরে বৈঠকটির সময় পরিবর্তন করা হয়। ৫টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ৬টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক পুনর্নির্ধারণ করা হয়। এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে জানিয়েছেন, জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
দলীয় সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের এ প্রতিনিধি দলে আরও থাকবেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম ও রফিকুল ইসলাম খান। দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ কক্সবাজারে নিজের নির্বাচনী এলাকায় রয়েছেন। কয়েকদিন কক্সবাজারে থাকার পরিকল্পনা নিয়ে গত সোমবার তিনি ঢাকা ছাড়েন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কারণে পরিকল্পনায় পরিবর্তন এনে ঢাকায় ফেরার চেষ্টা করছেন। বৈঠকের আগে ফিরতে পারলে তিনিও অংশ নেবেন। তা নাহলে অন্য কাউকে প্রতিনিধিত্ব করতে পাঠানো হবে।
গতকাল মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারে রূপান্তরের কথা বলেছে বিএনপি। এ ছাড়াও তারা ‘দল-ঘনিষ্ঠ’ উপদেষ্টাদের বিষয়ে পদক্ষেপ নিতেও বলেছে। বিএনপির পর আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
জামায়াতের একটি সূত্র জানিয়েছে, জুলাই সনদে স্বাক্ষরের পরেই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের অনুরোধ জানায় জামায়াত। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের মনোভাব নিশ্চিত হতে দলীয় বৈঠকে পরামর্শ করে প্রধান উপদেষ্টার কাছে সাক্ষাতের সময় চায় তারা। গণভোটের প্রক্রিয়া নিয়েও আলাপে আগ্রহী দলটি।
একই সময়ে বিএনপির পক্ষ থেকেও বৈঠকের আগ্রহ প্রকাশ করা হয়। এরই ফলে গতকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাৎ শুরু করেছেন প্রধান উপদেষ্টা।
জামায়াতের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আজকের বৈঠকে তাঁরা স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে অবিলম্বে গণভোট আয়োজনের প্রসঙ্গ নিয়ে আলোচনাকে অগ্রাধিকার দেবেন। এর সঙ্গে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি মজবুত করা ও জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার ব্যাপারে জামায়াত গুরুত্ব দেবে।
এই প্রসঙ্গগুলো নিয়ে জামায়াত ইতিমধ্যে তাদের নির্বাহী পরিষদ ও যুগপৎ আন্দোলনের সঙ্গী সমমনা সাত দলের সঙ্গে আলোচনা করে একমত হয়েছে বলেও দলের একটি সূত্র জানিয়েছে। সূত্রটি জানায়, প্রশাসনে এখনও আওয়ামী লীগের সমর্থকগোষ্ঠী রয়ে গেছে, জুলাই অভ্যুত্থানের সময় লুটপাট হওয়া অনেক অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি, এসব বিষয়ে প্রধান উপদেষ্টার মনোযোগ আকর্ষণ করবেন জামায়াতের নেতারা।
সম্প্রতি সরকারের ইচ্ছা থাকলেও সিসিটিভি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরার বিষয়ে ‘করণীয় কিছু নেই’ বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে ইসি জানিয়ে দিয়েছে, নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ও পুলিশের বডিওর্ন ক্যামেরা নিয়ে কমিশনের কিছু করার নেই।
না প্রকাশে অনিচ্ছুক জামায়াতের একজন গুরুত্বপূর্ণ নেতা স্ট্রিমকে বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এই প্রসঙ্গটিও তোলা হতে পারে। নির্বাচনে অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলার জন্য ক্যামেরার ব্যবহারকে জরুরি মনে করে জামায়াত।
তবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের এজেন্ডা নির্ধারণ করার জন্য আজ বিকেলে নিজেদের মধ্যে একটি বৈঠক করবে জামায়াত। সেখান থেকেই আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হবে। পূর্ব নির্ধারিত প্রসঙ্গ ছাড়াও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কোনো বিষয় তোলা হলে সেটি নিয়েও প্রতিনিধি দল মতামত দেবে।
গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ বিকেল ৫টায় বৈঠকটি হওয়ার কথা রয়েছে। পরে বৈঠকটির সময় পরিবর্তন করা হয়। ৫টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ৬টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক পুনর্নির্ধারণ করা হয়। এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে জানিয়েছেন, জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।
দলীয় সূত্রে জানা গেছে, পাঁচ সদস্যের এ প্রতিনিধি দলে আরও থাকবেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম ও রফিকুল ইসলাম খান। দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ কক্সবাজারে নিজের নির্বাচনী এলাকায় রয়েছেন। কয়েকদিন কক্সবাজারে থাকার পরিকল্পনা নিয়ে গত সোমবার তিনি ঢাকা ছাড়েন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কারণে পরিকল্পনায় পরিবর্তন এনে ঢাকায় ফেরার চেষ্টা করছেন। বৈঠকের আগে ফিরতে পারলে তিনিও অংশ নেবেন। তা নাহলে অন্য কাউকে প্রতিনিধিত্ব করতে পাঠানো হবে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার জন্য হিন্দুস্তান ও আওয়ামী লীগ ’৭১ সাল থেকেই একসঙ্গে কাজ করছে। যুগে যুগে তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি ও ১৪ দল। আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করার জন্য হিন্দুস্তানি আওয়ামী ষড়যন্ত
২৪ মিনিট আগে‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি চূড়ান্ত করতে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ বুধবার (২২ অক্টোবর) জাতীয় সংসদে কমিশনের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবার আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন।
২৯ মিনিট আগেদেশে ২০১৪ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৭২৬ জন। এসময়ে ১ লাখ ৬৫ হাজার ২১ জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগেনানা ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
২ ঘণ্টা আগে