leadT1ad

যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন, পাল্টা ষড়যন্ত্রের দাবি

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১৮: ৫২
ময়মনসিংহের গফরগাঁওয়ে তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি

ময়মনসিংহের পাগলায় তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে এক বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে অভিযুক্ত ওই ব্যক্তি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এটিকে রাজনৈতিক ও জমিজমাসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন।

এ ঘটনায় তরুণীর পরিবারের পক্ষ থেকে মামলা করার পর আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে অভিযুক্ত মো. আবদুল করিমকে (৭৬) আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে আবদুল করিম প্রতিবেশী এক তরুণীকে বাড়িতে একা পেয়ে যৌন নিপীড়ন করেন। মেয়েটি এ বছর স্থানীয় একটি মাদ্রাসা থেকে দাখিল পাস করেছে।

অভিযোগে বলা হয়েছে, কিশোরী মেয়েটিকে ঘরে একা পেয়ে যৌন নিপীড়ন চালানো হলে সে চিৎকার শুরু করে। এ সময় বাড়িতে আসা এক ভিক্ষুক নারী ঘটনাটি দেখে ফেললে তিনিও চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে আবদুল করিমকে আটক করে এবং গাছের সঙ্গে বেঁধে রাখে।

এর পরপরই আবদুল করিমকে গাছে বেঁধে জুতার মালা পরানোর একটি ২৬ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাদা পাঞ্জাবি পরা ওই বৃদ্ধের দুই হাত পেছন দিক থেকে গাছের সঙ্গে বাঁধা এবং একজন তাঁর গলায় একটি জুতার মালা পরিয়ে দিচ্ছেন।

এ ঘটনায় তরুণীর বাবা বাদী হয়ে মঙ্গলবার রাতে পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দেন। পুলিশ এ অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করে।

তবে থানা-হাজতে থাকার সময় আব্দুল করিম তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা আওয়ামী লীগ সমর্থক আর অভিযোগকারীরা বিএনপি সমর্থক। আমার ছেলে ওই মেয়ের বাবার কাছে ২০ হাজার টাকা পেত এবং জমি সংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে আমার গলায় জুতার মালা পরিয়ে, গাছে বেঁধে রেখে মারধর ও হেনস্তা করে মিথ্যা অভিযোগে মামলা দিয়েছে।’

আবদুল করিম আরও বলেন, ‘মঙ্গলবার সকালে আমি পাশের ভালুকা উপজেলার বিরুনী গ্রামের কৃষি ব্যাংকে গিয়েছিলাম। ব্যাংকের কাজ সেরে তাদের বাড়ির সামনে দিয়ে আসার সময়ই তাদের লোকজন আমার পথরোধ করে এই ষড়যন্ত্র করে।’

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ‘তরুণীকে যৌন নিপীড়নের মামলায় ওই বৃদ্ধকে বুধবার দুপুরে ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত