.png)

স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর পাংশায় একটি চাঁদাবাজির মামলা করায় বাদীকে প্রকাশ্যে মারধরে আহত করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে অভিযানে গেলে পথে হামলায় পুলিশের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে জড়িত হিসেবে ঘটনাস্থল থেকে আলম শেখ নামের একজনকে আটক করে পুলিশ। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ওই ঘটনায় আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ১১ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেছে পাংশা থানা-পুলিশ। তবে আসামিদের নাম জানাতে চায়নি তারা।
পাংশা থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে একটি চাঁদাবাজি মামলার আসামিদের গ্রেপ্তারে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের একটি দল। তাঁদের মধ্যে ছিলেন পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিতোষ মজুমদার, কনস্টেবল হুমায়ুন কবির, আতোয়ার রহমানসহ অন্যরা। পথে পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওত পেতে থাকা ১০-১২ জন পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলাকারীদের মধ্যে আসামি সবুজ (৩০), সজিব (২৫), সেন্টু (২৬) ছিলেন বলে পুলিশের দাবি। তাঁদের ছোড়া ছড়রা গুলিতে আকুল (৫৫) নামের স্থানীয় একজন আহত হন।
এদিকে ঘটনার সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। ঘটনাস্থল থেকে আলম শেখকে আটকরা গেলেও অন্যরা পালিয়ে যায়।
এর আগে চাঁদাবাজির মামলা করায় বুধবার বিকেল ৪টার দিকে পাংশা উপজেলার পাট্টা বাজারে বাদী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সমর কুমার দাসকে (৭৫) প্রকাশ্যে হাতুরি ও রড দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাঁকে কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁকে মারধরের খবরে ঘটনাস্থলে যায় পুলিশ।
তার আগে শনিবার (১ নভেম্বর) পাংশার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামে নিজ বাড়িতে চাঁদাবাজির ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে গত সোমবার (৩ নভেম্বর) থানায় চাঁদাবাজির মামলা করেন সমর কুমার দাস। পরে গত মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা মো. ফরহাদ হোসেন সোহাগসহ (৩০) দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সমর কুমার দাসের পরিবারের তিনজন সদস্য স্ট্রিমকে জানিয়েছেন, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে মুখোশধারী চারজন সশস্ত্র ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সমর দাসের স্ত্রী, ছেলে ও মেয়েকে মারধর করে। এ সময় বাড়িতে থাকা ১ লাখ টাকা ও একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় সোমবার পাংশা থানায় একটি মামলা করেন তিনি। এরমধ্যেই গতকাল বিকালে বাজারে গেলেই হাতুরি ও রড দিয়ে চার-পাঁচজন এলোপাতাড়িভাবে তাঁকে পিটিয়ে আহত করে।
বুধবার গুলিবিদ্ধ আকুল বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে বোমা, গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা প্রতিরোধ করায় পুলিশ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ সব অস্ত্রধারীদের গ্রেপ্তার দাবি করছি।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মামলার বাদী ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রাজবাড়ীর পাংশায় একটি চাঁদাবাজির মামলা করায় বাদীকে প্রকাশ্যে মারধরে আহত করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে অভিযানে গেলে পথে হামলায় পুলিশের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
গতকাল বুধবার (৫ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
হামলার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে জড়িত হিসেবে ঘটনাস্থল থেকে আলম শেখ নামের একজনকে আটক করে পুলিশ। বর্তমানে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ওই ঘটনায় আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ১১ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেছে পাংশা থানা-পুলিশ। তবে আসামিদের নাম জানাতে চায়নি তারা।
পাংশা থানা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে একটি চাঁদাবাজি মামলার আসামিদের গ্রেপ্তারে উপজেলার পাট্টা বিলপাড়া এলাকার উদ্দেশ্যে রওনা দেয় পুলিশের একটি দল। তাঁদের মধ্যে ছিলেন পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম, এসআই ওবায়দুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিতোষ মজুমদার, কনস্টেবল হুমায়ুন কবির, আতোয়ার রহমানসহ অন্যরা। পথে পাট্টা বিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ওত পেতে থাকা ১০-১২ জন পুলিশকে লক্ষ্য করে গুলি, ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে। হামলাকারীদের মধ্যে আসামি সবুজ (৩০), সজিব (২৫), সেন্টু (২৬) ছিলেন বলে পুলিশের দাবি। তাঁদের ছোড়া ছড়রা গুলিতে আকুল (৫৫) নামের স্থানীয় একজন আহত হন।
এদিকে ঘটনার সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। এ সময় এসআই নজরুল ইসলাম ও কনস্টেবল আতোয়ার রহমান ইটের আঘাতে আহত হন। ঘটনাস্থল থেকে আলম শেখকে আটকরা গেলেও অন্যরা পালিয়ে যায়।
এর আগে চাঁদাবাজির মামলা করায় বুধবার বিকেল ৪টার দিকে পাংশা উপজেলার পাট্টা বাজারে বাদী অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সমর কুমার দাসকে (৭৫) প্রকাশ্যে হাতুরি ও রড দিয়ে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে তাঁকে কালুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁকে মারধরের খবরে ঘটনাস্থলে যায় পুলিশ।
তার আগে শনিবার (১ নভেম্বর) পাংশার পাট্টা ইউনিয়নের জোনা গ্রামে নিজ বাড়িতে চাঁদাবাজির ঘটনায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে গত সোমবার (৩ নভেম্বর) থানায় চাঁদাবাজির মামলা করেন সমর কুমার দাস। পরে গত মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা মো. ফরহাদ হোসেন সোহাগসহ (৩০) দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সমর কুমার দাসের পরিবারের তিনজন সদস্য স্ট্রিমকে জানিয়েছেন, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে মুখোশধারী চারজন সশস্ত্র ব্যক্তি তাঁদের বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সমর দাসের স্ত্রী, ছেলে ও মেয়েকে মারধর করে। এ সময় বাড়িতে থাকা ১ লাখ টাকা ও একটি দামি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় সোমবার পাংশা থানায় একটি মামলা করেন তিনি। এরমধ্যেই গতকাল বিকালে বাজারে গেলেই হাতুরি ও রড দিয়ে চার-পাঁচজন এলোপাতাড়িভাবে তাঁকে পিটিয়ে আহত করে।
বুধবার গুলিবিদ্ধ আকুল বলেন, ‘পুলিশকে লক্ষ্য করে বোমা, গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। আমরা প্রতিরোধ করায় পুলিশ বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ সব অস্ত্রধারীদের গ্রেপ্তার দাবি করছি।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মামলার বাদী ও পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
.png)

সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চারটি জরুরি সচেতনতামূলক বার্তা দিয়েছে। জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়া, জমে থাকা পানি পরিষ্কার করা, মশারি ব্যবহার এবং জ্বর কমে গেলেও সতর্ক থাকার মতো বিষয়গুলো জনস্বার্থে দেশের সব গণমাধ্যমে নিয়মিত প্রচারের জন্
২ মিনিট আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘মানুষ যদি জলবায়ু বিপর্যয়ে ভোগে এবং নিরাপদ পানি না পায়, তবে উন্নয়নের কোনো অর্থ থাকে না।’
১০ মিনিট আগে
আগামী বছরের (২০২৬ সাল) সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। আগামী বছর সব মিলিয়ে ছুটি আছে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি পড়েছে।
২ ঘণ্টা আগে
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘গুম প্রতিরোধ এবং প্রতিরোধ অধ্যাদেশ ২০২৫’-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে, বহুল আলোচিত আয়নাঘর বা গোপন আটক কেন্দ্র স্থাপন ও পরিচালনাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে