স্ট্রিম প্রতিবেদক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও যোগ দিয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
অন্যদিকে, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে সহায়তায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।
এর আগে আজ বেলা সোয়া দুইটার দিকে শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রাজি আল ফারুক জানান, বিমানবন্দর ৮ নম্বর গেটে কার্গো মালপত্রে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের উত্তরা এলাকা থেকে প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে, ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম আজ বিকেল সাড়ে ৫টার দিকে স্ট্রিমকে জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও যোগ দিয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়।
অন্যদিকে, বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে সহায়তায় যোগ দিয়েছে দুই প্লাটুন বিজিবি।
এর আগে আজ বেলা সোয়া দুইটার দিকে শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রাজি আল ফারুক জানান, বিমানবন্দর ৮ নম্বর গেটে কার্গো মালপত্রে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের উত্তরা এলাকা থেকে প্রথমে ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে, ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম আজ বিকেল সাড়ে ৫টার দিকে স্ট্রিমকে জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজিত প্রার্থীদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
২ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে এতো সময় লাগার কারণ জানালেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
২ ঘণ্টা আগেপাঁচ দিনের ব্যবধানে দেশের তিন স্থানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার বেলা সোয়া দুইটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেছে আগুন লাগে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইম লিমিটেড’ নামের কারখ
২ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভানোর কাজ শুরু করার আগে পানির উৎস খুঁজে পেতে ১০-১২ মিনিট সময় ব্যয় হয়েছে। পরে পাশের একটি পুকুরে গিয়ে পানি নিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন। এমন তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
২ ঘণ্টা আগে