leadT1ad

শাহজালাল বিমানবন্দরে কার্গো এলাকায় আগুন

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। সংগৃহীত ছবি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। আজ শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উত্তরা এলাকা থেকে ৭টি ইউনিট গেছে। ছবি: সংগৃহীত
আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের উত্তরা এলাকা থেকে ৭টি ইউনিট গেছে। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রাজি আল ফারুক জানান, বিমানবন্দর ৮ নম্বর গেটে কার্গো মালপত্রে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের উত্তরা এলাকা থেকে ৭টি ইউনিট গেছে। আশপাশে ফায়ার সার্ভিস স্টেশনের আরও ১৯ ইউনিট সেখানে যাচ্ছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানায়।

Ad 300x250

সম্পর্কিত