স্ট্রিম প্রতিবেদক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের জেরে বিমান ওঠানামা স্থগিত রয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এই তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাওছার মাহমুদ।
কাওছার মাহমুদ বলেন, কার্গো ভিলেজে আগুনের ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে চালুর নির্দেশনা দেওয়া হবে। এখন পর্যন্ত কতটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে, সে বিষয়ে হিসাব করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, আজ বেলা সোয়া ২টার দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুনের ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রাজি আল ফারুক জানান, বিমানবন্দর ৮ নম্বর গেটে কার্গো মালপত্রে আগুন লাগে। আগুন নেভাতে প্রথমে ফায়ার সার্ভিসের উত্তরা এলাকা থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের আরও ১৯ ইউনিট সেখানে পৌঁছায়।
এদিকে, ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম আজ বিকেল সাড়ে ৫টার দিকে স্ট্রিমকে জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনকারী ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন স্ট্রিমকে জানান, 'এখন পর্যন্ত ফায়ার ফাইটার কিংবা অন্য কোনো ব্যক্তির আহত বা দগ্ধ হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নাই।'
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে অগ্নিকাণ্ডের জেরে বিমান ওঠানামা স্থগিত রয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এই তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখার সহকারী পরিচালক কাওছার মাহমুদ।
কাওছার মাহমুদ বলেন, কার্গো ভিলেজে আগুনের ঘটনায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরনের ফ্লাইট ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে চালুর নির্দেশনা দেওয়া হবে। এখন পর্যন্ত কতটি ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটেছে, সে বিষয়ে হিসাব করছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, আজ বেলা সোয়া ২টার দিকে বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুনের ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা রাজি আল ফারুক জানান, বিমানবন্দর ৮ নম্বর গেটে কার্গো মালপত্রে আগুন লাগে। আগুন নেভাতে প্রথমে ফায়ার সার্ভিসের উত্তরা এলাকা থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের আরও ১৯ ইউনিট সেখানে পৌঁছায়।
এদিকে, ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম আজ বিকেল সাড়ে ৫টার দিকে স্ট্রিমকে জানান, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে দায়িত্ব পালনকারী ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন স্ট্রিমকে জানান, 'এখন পর্যন্ত ফায়ার ফাইটার কিংবা অন্য কোনো ব্যক্তির আহত বা দগ্ধ হওয়ার কোনো তথ্য আমাদের কাছে নাই।'
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বিজিত প্রার্থীদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরের আমদানি কার্গো ভিলেজে লাগা আগুন প্রায় ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনতে এতো সময় লাগার কারণ জানালেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
১ ঘণ্টা আগেপাঁচ দিনের ব্যবধানে দেশের তিন স্থানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। সর্বশেষ শনিবার বেলা সোয়া দুইটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেছে আগুন লাগে। গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কের ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইম লিমিটেড’ নামের কারখ
১ ঘণ্টা আগেহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভানোর কাজ শুরু করার আগে পানির উৎস খুঁজে পেতে ১০-১২ মিনিট সময় ব্যয় হয়েছে। পরে পাশের একটি পুকুরে গিয়ে পানি নিয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন। এমন তথ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
২ ঘণ্টা আগে