leadT1ad

যুদ্ধবিরতির মাঝে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩২, হামাসের হুঁশিয়ারি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক
ঢাকা

গাজা সিটিতে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। ছবি: সিএনএন।

গাজা জুড়ে ইসরায়েলের সামরিক হামলায় কমপক্ষে ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে কার্যকর যুদ্ধবিরতির পর এই হামলা সাম্প্রতিক উত্তেজনাকে আরও বাড়িয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ শিশু এবং ৮ নারী রয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই হামলা চলে। এতে আরও ৮৮ জন আহত হন।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, দক্ষিণ গাজার খান ইউনুস এলাকায় ইসরায়েলি সেনাদের ওপর হামাস–সংশ্লিষ্ট কয়েকজন সশস্ত্র ব্যক্তি গুলি চালানোর পর তারা পাল্টা অভিযান চালায়। আইডিএফ দাবি করে, হামাসের এ হামলাই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের উদাহরণ। তবে তাদের কোনো সেনা আহত হয়নি।

হামাস এই হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা’ বলে হুঁশিয়ারি দিয়েছে। তারা আইডিএফ–এর বিবরণ প্রত্যাখ্যান করে বলেছে, ইসরায়েল নিজেদের ‘অবিরাম অপরাধ ও লঙ্ঘন’কে ন্যায্যতা দিতে চেষ্টা করছে। হামাস যুক্তরাষ্ট্রকে আহ্বান জানায়, যুদ্ধবিরতি বজায় রাখা ও ফিলিস্তিনিদের ওপর হামলা বন্ধে ইসরায়েলের ওপর তাৎক্ষণিক ও কার্যকর চাপ প্রয়োগ করতে।

এই নতুন হামলাগুলোর পর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে মোট ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১২ জনে।

এরই মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনা অনুমোদন করেছে। এতে যুদ্ধবিরতি পরবর্তী একটি দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার ও গাজা পুনর্গঠনের রূপরেখা রয়েছে।

এদিকে, আলাদা আরেকটি ঘটনায় ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার বলে দাবি করা কয়েকটি স্থাপনায়ও বিমান হামলা চালিয়েছে।

অক্টোবর মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় এটি তৃতীয় বড় ধরনের উত্তেজনা। প্রতিবারই ইসরায়েলি সেনাদের ওপর হামলার পর পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। এর আগে ১৯ অক্টোবর এবং ২৮ অক্টোবরের ঘটনায় প্রায় ১৫০ ফিলিস্তিনি ও ৩ ইসরায়েলি সেনা নিহত হন। তা সত্ত্বেও সামগ্রিকভাবে যুদ্ধবিরতি কার্যকর ছিল।

বুধবার সিএনএন-এর ধারণ করা ভিডিওতে দেখা যায়, গাজা শহরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালের সামনে আহতদের বহনকারী অ্যাম্বুলেন্স ঘিরে ভিড় করছে মানুষ। হাসপাতালে কয়েকজনকে মরদেহের ব্যাগের পাশে বসে থাকতে দেখা যায়। কেউ কেউ ব্যাগ খুলে নিথরদেহ দেখে কান্না করছিলেন। একটি ব্যাগে ধুলায় ঢাকা তিন শিশুর মৃতদেহ লাশ হিসেবে পাওয়া যায়।

বুধবারের সবচেয়ে প্রাণঘাতী হামলাটি হয় গাজার পূর্বাঞ্চলের যায়তুন এলাকায়। সেখানে এক নারী ও এক শিশুসহ ১০ জন নিহত হন বলে জানিয়েছে গাজা সিভিল ডিফেন্স। আরেকটি হামলা হয় খান ইউনুসের পশ্চিমাঞ্চলে, যেখানে ‘ইউএনআরডব্লিউএর ক্লাবের ভেতরে থাকা কয়েকজন সাধারণ মানুষকে’ লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়।

ইউএনআরডব্লিউএ হলো নিকটপ্রাচ্যের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান সংস্থা।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস–নেতৃত্বাধীন যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১ হাজার ২০০ মানুষ হত্যা এবং ২৫০-এর বেশি মানুষকে জিম্মি করে। এরপরই ইসরায়েল গাজায় ব্যাপক যুদ্ধ শুরু করে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেই সময় থেকে এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়, তার প্রথম ধাপে হামাস বাকি সব ইসরায়েলি জিম্মিকে—জীবিত ও মৃত—মুক্তি দিতে সম্মত হয়। বিনিময়ে ইসরায়েল গাজার কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নিতে এবং কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে রাজি হয়। পরে হামাস জীবিত সব জিম্মিকে এবং অধিকাংশ মৃতদেহ হস্তান্তর করেছে; তিনজনের দেহ এখনো ফেরত দেওয়া হয়নি।

গাজার হামলার আগের দিন লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। আইডিএফ দাবি করে, সেই স্থানে ‘হামাসের একটি প্রশিক্ষণ কেন্দ্র’ ছিল, যা ইসরায়েল ও আইডিএফের ওপর হামলার পরিকল্পনায় ব্যবহৃত হচ্ছিল।

বুধবার ইসরায়েল আবারও দক্ষিণ লেবাননে হামলা চালায়। তারা জানায়, হিজবুল্লাহর রকেট ইউনিটের অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়েছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানায়, এতে কোনো প্রাণহানি হয়নি, তবে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েল গত দুই বছরেরও বেশি সময় ধরে লেবাননে হিজবুল্লাহ ও বিভিন্ন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও, ইরান-সমর্থিত হিজবুল্লাহ হামাসের পক্ষে ইসরায়েলে হামলা শুরু করার পর উত্তেজনা আবার বাড়তে থাকে। সাম্প্রতিক হামলাগুলো সেই ধারাবাহিকতারই অংশ।

Ad 300x250

সম্পর্কিত