স্ট্রিম ডেস্ক
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ অধিবেশনে তাঁর ভাষণে ফিলিস্তিনে চলমান গণহত্যার কথা তুলে ধরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন। আব্বাস বলেন, ‘আমি আজ আপনাদের সঙ্গে কথা বলছি প্রায় দুই বছরের পর, যখন আমাদের গাজা উপত্যকার মানুষ গণহত্যা, ধ্বংসযজ্ঞ, অনাহার ও স্থানচ্যুতির মুখোমুখি হয়েছে।’
তিনি তাঁর বক্তব্য দেন ভিডিওতে। কারণ ট্রাম্প প্রশাসন নিউইয়র্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাঁকে ও তাঁর প্রতিনিধিদলকে ভিসা দেয়নি।
আব্বাস আরও বলেন, ‘ফিলিস্তিন নিয়ে জাতিসংঘের ১,০০০-এর বেশি রেজুলেশন এসেছে, একটিও কার্যকর করা হয়নি।’ তিনি উল্লেখ করেন, ‘সত্তর লাখ ফিলিস্তিনি এখনও ১৯৪৮ সালের শুরু হওয়া স্থানচ্যুতির ট্র্যাজেডির মধ্যে বসবাস করছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জনগণ বছরের পর বছর দখল, হত্যাকাণ্ড, গ্রেপ্তার, বসতি স্থাপন, সম্পদ ও ভূমি দস্যুতা সহ্য করেছে। আর তা আজও চলছে—কোনও দমন বা জবাবদিহি ছাড়াই।’
আব্বাস অধিবেশনে বলেন, ‘সেটলাররা বাড়ি ও মাঠ জ্বালায়, গাছ উপড়ে ফেলে, নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিকদের উপর হামলা চালায়।… ইসরায়েলিরা দিনের আলোয় হত্যাকাণ্ড চালায়।’ তিনি জেরুজালেম, হেব্রন ও গাজা উপত্যকায় ইসলামিক ও খ্রিস্টান ধর্মীয় স্থানে হামলার কথাও তুলে ধরে বলেন যে, মসজিদ, চার্চ এবং কবরস্থান ধ্বংস করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
তিনি বলেন, ‘ইসরায়েলের কর্মকাণ্ড শুধুমাত্র আগ্রাসন নয়। এটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এই সব অপরাধ নথিভুক্ত ও পর্যবেক্ষণযোগ্য। ইতিহাসে এই সব ঘটনা মানবিক ট্র্যাজেডির সবচেয়ে ভয়াবহ অধ্যায় হিসেবে গণ্য হবে।’
আব্বাস বলেন, ‘এত কিছুর পরও আমরা ৭ অক্টোবর হামাসের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করি।’ তিনি বলেন, ‘ইসরায়েলি নাগরিকদের জিম্মি করার কাজ ফিলিস্তিনি জনগণকে প্রতিনিধিত্ব করে না। এটি তাদের স্বাধীনতার ন্যায্য সংগ্রামও নয়।’ তিনি বলেন, ‘গাজা উপত্যকা ফিলিস্তিনের একটি অঙ্গ। আমরা সেখানে শাসন ও নিরাপত্তার পুরো দায়িত্ব নিতে প্রস্তুত। সেখানে হামাসের কোনও ভূমিকা থাকবে না।’
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘ সাধারণ অধিবেশনে তাঁর ভাষণে ফিলিস্তিনে চলমান গণহত্যার কথা তুলে ধরে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন। আব্বাস বলেন, ‘আমি আজ আপনাদের সঙ্গে কথা বলছি প্রায় দুই বছরের পর, যখন আমাদের গাজা উপত্যকার মানুষ গণহত্যা, ধ্বংসযজ্ঞ, অনাহার ও স্থানচ্যুতির মুখোমুখি হয়েছে।’
তিনি তাঁর বক্তব্য দেন ভিডিওতে। কারণ ট্রাম্প প্রশাসন নিউইয়র্কে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাঁকে ও তাঁর প্রতিনিধিদলকে ভিসা দেয়নি।
আব্বাস আরও বলেন, ‘ফিলিস্তিন নিয়ে জাতিসংঘের ১,০০০-এর বেশি রেজুলেশন এসেছে, একটিও কার্যকর করা হয়নি।’ তিনি উল্লেখ করেন, ‘সত্তর লাখ ফিলিস্তিনি এখনও ১৯৪৮ সালের শুরু হওয়া স্থানচ্যুতির ট্র্যাজেডির মধ্যে বসবাস করছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের জনগণ বছরের পর বছর দখল, হত্যাকাণ্ড, গ্রেপ্তার, বসতি স্থাপন, সম্পদ ও ভূমি দস্যুতা সহ্য করেছে। আর তা আজও চলছে—কোনও দমন বা জবাবদিহি ছাড়াই।’
আব্বাস অধিবেশনে বলেন, ‘সেটলাররা বাড়ি ও মাঠ জ্বালায়, গাছ উপড়ে ফেলে, নিরস্ত্র ফিলিস্তিনি নাগরিকদের উপর হামলা চালায়।… ইসরায়েলিরা দিনের আলোয় হত্যাকাণ্ড চালায়।’ তিনি জেরুজালেম, হেব্রন ও গাজা উপত্যকায় ইসলামিক ও খ্রিস্টান ধর্মীয় স্থানে হামলার কথাও তুলে ধরে বলেন যে, মসজিদ, চার্চ এবং কবরস্থান ধ্বংস করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
তিনি বলেন, ‘ইসরায়েলের কর্মকাণ্ড শুধুমাত্র আগ্রাসন নয়। এটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এই সব অপরাধ নথিভুক্ত ও পর্যবেক্ষণযোগ্য। ইতিহাসে এই সব ঘটনা মানবিক ট্র্যাজেডির সবচেয়ে ভয়াবহ অধ্যায় হিসেবে গণ্য হবে।’
আব্বাস বলেন, ‘এত কিছুর পরও আমরা ৭ অক্টোবর হামাসের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করি।’ তিনি বলেন, ‘ইসরায়েলি নাগরিকদের জিম্মি করার কাজ ফিলিস্তিনি জনগণকে প্রতিনিধিত্ব করে না। এটি তাদের স্বাধীনতার ন্যায্য সংগ্রামও নয়।’ তিনি বলেন, ‘গাজা উপত্যকা ফিলিস্তিনের একটি অঙ্গ। আমরা সেখানে শাসন ও নিরাপত্তার পুরো দায়িত্ব নিতে প্রস্তুত। সেখানে হামাসের কোনও ভূমিকা থাকবে না।’
অপরাধমূলক ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতে সারকোজির বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি প্রয়াত লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে একটি দুর্নীতিমূলক চুক্তি করেছিলেন। ২০০৭ সালের ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনে
৪ ঘণ্টা আগেসিঙ্গাপুরে আসামের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু ঘিরে রহস্য আরও জটিল হচ্ছে। সিঙ্গাপুর হাইকমিশন থেকে মৃত্যুসনদ পাওয়া গেলেও ভারতে আবার নতুন করে ময়নাতদন্ত হয়েছে।
৬ ঘণ্টা আগেভারতে লাদাখের রাজ্য মর্যাদা ও চাকরিতে কোটার দাবিতে গত ১৫ দিন ধরে অনশন করছিলেন জলবায়ু আন্দোলন কর্মী সোনম ওয়াংচুক। পাশাপাশি শান্তিপূর্ণ বিক্ষোভও চলছিল। কিন্তু সেই বিক্ষোভ গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) হঠাৎ সহিংসতায় রূপ নেয়।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে বারবার মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। তার অন্তত পাঁচটি দাবি মিথ্যা ও ভ্রান্ত প্রমাণিত হয়েছে। এসব দাবি ছিল জলবায়ু সংকট, অভিবাসন এবং যুদ্ধ বন্ধের প্রসঙ্গ ঘিরে।
১২ ঘণ্টা আগে