স্ট্রিম ডেস্ক
যুক্তরাজ্যের কঠোর নতুন অভিবাসন নিয়ম অনুযায়ী কিছু অভিবাসীকে এখন এ-লেভেল মানের ইংরেজি জানতে হবে। দেশটির সরকার ঘোষণা করেছে, এই নিয়ম ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে কার্যকর হবে। এটি মূলত স্নাতক ডিগ্রিধারী এবং দক্ষ কর্মী বা ‘স্কেল-আপ’ ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই ভিসাগুলো দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানে কাজ করা বিদেশিদের জন্য দেওয়া হয়।
এই পরিবর্তন যুক্তরাজ্যে অভিবাসন কমানোর লক্ষ্যে সরকারের মে মাসে প্রকাশিত শ্বেতপত্রের অংশ। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, ‘যদি কেউ এই দেশে আসে, তবে তাকে আমাদের ভাষা শিখতে হবে এবং সমাজে অবদান রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবসময় তাদের স্বাগত জানিয়েছি যারা এখানে এসে কাজ করেন ও অবদান রাখেন, কিন্তু যারা ভাষা না শিখে সমাজে অংশ নিতে পারেন না, তা গ্রহণযোগ্য নয়।’
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের কথা বলা, শোনা, পড়া ও লেখার দক্ষতা পরীক্ষা করা হবে অনুমোদিত প্রতিষ্ঠানে। দক্ষ কর্মী, স্কেল-আপ ও ‘হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল (এইচপিআই)’ ভিসার আবেদনকারীদের এখন থেকে বি-২ স্তরের ইংরেজি জানতে হবে, যা বর্তমান বি-১ (জিসিএসই মান) থেকে এক ধাপ উঁচু স্তরের।
দক্ষ কর্মী ভিসায় যুক্তরাজ্যে আসতে হলে আবেদনকারীকে অনুমোদিত নিয়োগকর্তার অধীনে কাজ করতে হবে এবং বছরে অন্তত ৪১ হাজার ৭০০ পাউন্ড আয় করতে হবে, অথবা তার পেশার নির্ধারিত ‘গোয়িং রেট’ যা বেশি হবে, তা অনুযায়ী বেতন পেতে হবে। স্কেল-আপ ভিসা দেওয়া হয় দ্রুত বৃদ্ধি পাওয়া ব্যবসায় যোগ দিতে ইচ্ছুকদের। আর এইচপিআই ভিসা পায় এমন আবেদনকারীরা, যারা গত পাঁচ বছরে বিশ্বের শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন।
ব্রিটিশ কাউন্সিলের মতে, বি-২ স্তরের শিক্ষার্থীরা জটিল লেখা বুঝতে ও স্পষ্টভাবে নিজেদের মত প্রকাশ করতে পারেন। তারা ইংরেজিভাষীদের সঙ্গে সাবলীলভাবে কথা বলতে পারেন এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে লিখতে পারেন।
স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য ভিসা ও পরিবার-নির্ভর ভিসার ক্ষেত্রেও নতুন ইংরেজি মানদণ্ড যুক্ত করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, এই পরিবর্তনগুলো যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ‘নিয়ন্ত্রিত, বাছাই করা ও ন্যায়সংগত’ করবে।
সরকারের অনুমান, এসব পদক্ষেপের ফলে প্রতিবছর যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা প্রায় ১ লাখ করে কমবে। ২০২৪ সালে নিট অভিবাসন কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৩১ হাজারে, যা ২০২৩ সালের রেকর্ড ৯ লাখ ৬ হাজার থেকে প্রায় অর্ধেক।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ড. মাদেলিন সাম্পশন বলেছেন, সরকারের সামনে একটি ‘সমন্বয়গত চ্যালেঞ্জ’ রয়েছে—একদিকে ভালো ইংরেজি জানা অভিবাসী নিশ্চিত করা, অন্যদিকে এমন কর্মী পাওয়া যারা অর্থনীতিতে অবদান রাখতে পারে।
তিনি বলেন, অনেক উচ্চশিক্ষিত চাকরিতে এমনিতেই এ-লেভেল বা তার চেয়েও বেশি ভাষাগত দক্ষতা লাগে। তবে এই নিয়ম মাঝারি স্তরের কারিগরি বা শ্রমনির্ভর পেশায় বেশি প্রভাব ফেলবে, যেখানে নিয়োগদাতারা সাধারণত উচ্চ ভাষাগত যোগ্যতা চান না।
অভিবাসন আইনজীবী আফসানা আখতার এই মানদণ্ডকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের অনেক মানুষও হয়তো ইংরেজি এ-লেভেল পরীক্ষায় পাস করতে পারবে না। এতে অনেক দক্ষ কর্মীও বাদ পড়বে, যারা ব্রিটিশ অর্থনীতিতে অবদান রাখতে চায়।’ তার মতে, ‘জিসিএসই মানের ইংরেজি যথেষ্ট, কারণ এখানে এসে বসবাসের মাধ্যমে অভিবাসীদের ভাষাগত দক্ষতা স্বাভাবিকভাবেই উন্নত হয়।’
শ্বেতপত্রে আরও বলা হয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে যুক্তরাজ্যে থাকার সময়সীমা দুই বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হবে। শিক্ষার্থীদের আর্থিক যোগ্যতার মানও বাড়ানো হয়েছে—লন্ডনের বাইরে প্রতি মাসে ১ হাজার ১৭১ পাউন্ড পর্যন্ত।
উচ্চ প্রতিভাধরদের জন্য ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’ সম্প্রসারিত করা হয়েছে, যাতে এখন আরও মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ীরাও অন্তর্ভুক্ত হবেন। একইসঙ্গে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগদাতাদের বার্ষিক ফি ছোট প্রতিষ্ঠানের জন্য ৪৮০ পাউন্ড এবং বড় প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ৩২০ পাউন্ড করা হয়েছে।
অবশেষে, সরকার উচ্চ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের আকৃষ্ট করতে এইচপিআই ভিসা দ্বিগুণ করছে—বর্তমানে ২ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার করা হবে। তবে প্রতি বছর আবেদনকারীর সর্বোচ্চ সংখ্যা ৮ হাজারে সীমাবদ্ধ থাকবে।
সূত্র: বিবিসি
যুক্তরাজ্যের কঠোর নতুন অভিবাসন নিয়ম অনুযায়ী কিছু অভিবাসীকে এখন এ-লেভেল মানের ইংরেজি জানতে হবে। দেশটির সরকার ঘোষণা করেছে, এই নিয়ম ২০২৬ সালের ৮ জানুয়ারি থেকে কার্যকর হবে। এটি মূলত স্নাতক ডিগ্রিধারী এবং দক্ষ কর্মী বা ‘স্কেল-আপ’ ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই ভিসাগুলো দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানে কাজ করা বিদেশিদের জন্য দেওয়া হয়।
এই পরিবর্তন যুক্তরাজ্যে অভিবাসন কমানোর লক্ষ্যে সরকারের মে মাসে প্রকাশিত শ্বেতপত্রের অংশ। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেছেন, ‘যদি কেউ এই দেশে আসে, তবে তাকে আমাদের ভাষা শিখতে হবে এবং সমাজে অবদান রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবসময় তাদের স্বাগত জানিয়েছি যারা এখানে এসে কাজ করেন ও অবদান রাখেন, কিন্তু যারা ভাষা না শিখে সমাজে অংশ নিতে পারেন না, তা গ্রহণযোগ্য নয়।’
ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের কথা বলা, শোনা, পড়া ও লেখার দক্ষতা পরীক্ষা করা হবে অনুমোদিত প্রতিষ্ঠানে। দক্ষ কর্মী, স্কেল-আপ ও ‘হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল (এইচপিআই)’ ভিসার আবেদনকারীদের এখন থেকে বি-২ স্তরের ইংরেজি জানতে হবে, যা বর্তমান বি-১ (জিসিএসই মান) থেকে এক ধাপ উঁচু স্তরের।
দক্ষ কর্মী ভিসায় যুক্তরাজ্যে আসতে হলে আবেদনকারীকে অনুমোদিত নিয়োগকর্তার অধীনে কাজ করতে হবে এবং বছরে অন্তত ৪১ হাজার ৭০০ পাউন্ড আয় করতে হবে, অথবা তার পেশার নির্ধারিত ‘গোয়িং রেট’ যা বেশি হবে, তা অনুযায়ী বেতন পেতে হবে। স্কেল-আপ ভিসা দেওয়া হয় দ্রুত বৃদ্ধি পাওয়া ব্যবসায় যোগ দিতে ইচ্ছুকদের। আর এইচপিআই ভিসা পায় এমন আবেদনকারীরা, যারা গত পাঁচ বছরে বিশ্বের শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন।
ব্রিটিশ কাউন্সিলের মতে, বি-২ স্তরের শিক্ষার্থীরা জটিল লেখা বুঝতে ও স্পষ্টভাবে নিজেদের মত প্রকাশ করতে পারেন। তারা ইংরেজিভাষীদের সঙ্গে সাবলীলভাবে কথা বলতে পারেন এবং বিভিন্ন বিষয়ে বিস্তারিতভাবে লিখতে পারেন।
স্বরাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভবিষ্যতে অন্যান্য ভিসা ও পরিবার-নির্ভর ভিসার ক্ষেত্রেও নতুন ইংরেজি মানদণ্ড যুক্ত করা হবে। প্রধানমন্ত্রী বলেছেন, এই পরিবর্তনগুলো যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ‘নিয়ন্ত্রিত, বাছাই করা ও ন্যায়সংগত’ করবে।
সরকারের অনুমান, এসব পদক্ষেপের ফলে প্রতিবছর যুক্তরাজ্যে অভিবাসীর সংখ্যা প্রায় ১ লাখ করে কমবে। ২০২৪ সালে নিট অভিবাসন কমে দাঁড়িয়েছে ৪ লাখ ৩১ হাজারে, যা ২০২৩ সালের রেকর্ড ৯ লাখ ৬ হাজার থেকে প্রায় অর্ধেক।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অবজারভেটরির পরিচালক ড. মাদেলিন সাম্পশন বলেছেন, সরকারের সামনে একটি ‘সমন্বয়গত চ্যালেঞ্জ’ রয়েছে—একদিকে ভালো ইংরেজি জানা অভিবাসী নিশ্চিত করা, অন্যদিকে এমন কর্মী পাওয়া যারা অর্থনীতিতে অবদান রাখতে পারে।
তিনি বলেন, অনেক উচ্চশিক্ষিত চাকরিতে এমনিতেই এ-লেভেল বা তার চেয়েও বেশি ভাষাগত দক্ষতা লাগে। তবে এই নিয়ম মাঝারি স্তরের কারিগরি বা শ্রমনির্ভর পেশায় বেশি প্রভাব ফেলবে, যেখানে নিয়োগদাতারা সাধারণত উচ্চ ভাষাগত যোগ্যতা চান না।
অভিবাসন আইনজীবী আফসানা আখতার এই মানদণ্ডকে ‘অন্যায্য’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের অনেক মানুষও হয়তো ইংরেজি এ-লেভেল পরীক্ষায় পাস করতে পারবে না। এতে অনেক দক্ষ কর্মীও বাদ পড়বে, যারা ব্রিটিশ অর্থনীতিতে অবদান রাখতে চায়।’ তার মতে, ‘জিসিএসই মানের ইংরেজি যথেষ্ট, কারণ এখানে এসে বসবাসের মাধ্যমে অভিবাসীদের ভাষাগত দক্ষতা স্বাভাবিকভাবেই উন্নত হয়।’
শ্বেতপত্রে আরও বলা হয়েছে, ২০২৭ সালের জানুয়ারি থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনা শেষ করে চাকরি খুঁজতে যুক্তরাজ্যে থাকার সময়সীমা দুই বছর থেকে কমিয়ে ১৮ মাস করা হবে। শিক্ষার্থীদের আর্থিক যোগ্যতার মানও বাড়ানো হয়েছে—লন্ডনের বাইরে প্রতি মাসে ১ হাজার ১৭১ পাউন্ড পর্যন্ত।
উচ্চ প্রতিভাধরদের জন্য ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’ সম্প্রসারিত করা হয়েছে, যাতে এখন আরও মর্যাদাপূর্ণ পুরস্কার বিজয়ীরাও অন্তর্ভুক্ত হবেন। একইসঙ্গে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে নিয়োগদাতাদের বার্ষিক ফি ছোট প্রতিষ্ঠানের জন্য ৪৮০ পাউন্ড এবং বড় প্রতিষ্ঠানের জন্য ১ হাজার ৩২০ পাউন্ড করা হয়েছে।
অবশেষে, সরকার উচ্চ দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের আকৃষ্ট করতে এইচপিআই ভিসা দ্বিগুণ করছে—বর্তমানে ২ হাজার থেকে বাড়িয়ে ৪ হাজার করা হবে। তবে প্রতি বছর আবেদনকারীর সর্বোচ্চ সংখ্যা ৮ হাজারে সীমাবদ্ধ থাকবে।
সূত্র: বিবিসি
দশকের পর দশক ধরে চলা প্রতিদিনের সহিংসতা ও দমননীতি এখনও বন্ধ হয়নি। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে দখলদার শক্তির নৃশংসতা আরও বেড়েছে। আজ পশ্চিম তীরে জীবন প্রায় অচল হয়ে পড়েছে।
৭ ঘণ্টা আগেফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বিশ্বখ্যাত লুভর জাদুঘর ‘বিশেষ কারণে’ বন্ধ করে দেওয়া হয়েছে। একদল দুর্বৃত্ত মাত্র চার মিনিটে সেখানে প্রবেশ করে আটটি অমূল্য গয়না চুরি করেছে। ঘটনাটি জাদুঘরজগতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে।
৯ ঘণ্টা আগেবিশ্বের ব্যস্ততম কার্গো বিমানবন্দর হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো প্লেন) রানওয়ে থেকে ছিটকে সাগরে গিয়ে পড়েেছে। এসময় বিমানবন্দরের দুজন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৩টা ৫০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটেছে।
৯ ঘণ্টা আগেগাজা উপত্যকায় আবার নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোর থেকে শুরু হওয়া এই হামলায় গাজার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা।
১০ ঘণ্টা আগে