leadT1ad

শাহজালাল বিমানবন্দরে আগুন: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১৯: ১১
আগুন লাগার পর ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের দৃশ্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে অধিদপ্তরের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আজ সোমবার (২০ অক্টোবর) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার মুখপাত্র শাহজাহান শিকদার এসব তথ্য জানিয়েছেন। কমিটিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি করা হয়েছে।

কমিটির সদস্য সচিব ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন। এছাড়া বাকি তিন সদস্য হলেন—অধিদপ্তরের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান, কুর্মিটোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নাহিদ মামুন ও ঢাকা-১৯ জোনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. তোজাম্মেল হোসেন।

ফায়ার সার্ভিসের মেসেঞ্জার গ্রুপে পাঠানো এক খুদে বার্তায় শাহজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। শিগগিরই কমিটকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তকাজ শুরুর অনুরোধ করা হয়। তদন্ত শেষ করতে কমিটিকে ১৫ দিন সময় বেধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে প্রতিবেদন তৈরি করে অধিদপ্তরে জমা দিতে অনুরোধ করা হয়।

Ad 300x250

সম্পর্কিত