স্ট্রিম সংবাদদাতা

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি এবং বাউল-ফকির-সুফিদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।
এ সময় ‘হামলা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া’, ‘রাষ্ট্র তুমি দায় নাও, বাউলের ওপর হামলা থামাও’, ‘কথা বলার স্বাধীনতা, বাউলের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’, ‘ভিন্ন মতের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন বলেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত। আমরা এই দেড় বছর ধরে দেখছি প্রতিনিয়ত মাজারে হামলা হচ্ছে। বাউলদের ওপর হামলা হচ্ছে। কিন্তু প্রতিটি ঘটনার বিপরীতে অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ ধর্ম অবমাননার অভিযোগে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বাউলের মুক্তির দাবির আন্দোলনে জামায়াত-শিবিরের একটি মব হামলা চালায়। পুলিশের সামনেই কীভাবে বাউল ভক্তদের ওপর তারা হামলা করল? আমরা এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে মশাল মিছিল করেছি।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), জাবি শাখার সংগঠক সজিব আহমেদ জেনিচ বলেন, ‘আবুল সরকারের চার ঘণ্টার পালাগানের মাত্র চার মিনিটের একটি খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে তাঁকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এটি তাঁকে ডিহিউম্যানাইজ ও ভিকটিম হিসেবে উপস্থাপনের সুস্পষ্ট প্রচেষ্টা। এই দেশে বাউল, সুফি, ফকির, আস্তিক, নাস্তিকসহ সব মতের মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার রাখে। আবুল সরকারকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং মানিকগঞ্জে তাঁর ভক্তদের ওপর হামলার বিচার করতে হবে।’

বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি দাবি এবং বাউল-ফকির-সুফিদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা।
এ সময় ‘হামলা মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া’, ‘রাষ্ট্র তুমি দায় নাও, বাউলের ওপর হামলা থামাও’, ‘কথা বলার স্বাধীনতা, বাউলের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’, ‘ভিন্ন মতের স্বাধীনতা দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন রাস্তা প্রদক্ষিণ করে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন বলেন, ‘আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে বলতে ক্লান্ত। আমরা এই দেড় বছর ধরে দেখছি প্রতিনিয়ত মাজারে হামলা হচ্ছে। বাউলদের ওপর হামলা হচ্ছে। কিন্তু প্রতিটি ঘটনার বিপরীতে অন্তর্বর্তী সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আজ ধর্ম অবমাননার অভিযোগে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘বাউলের মুক্তির দাবির আন্দোলনে জামায়াত-শিবিরের একটি মব হামলা চালায়। পুলিশের সামনেই কীভাবে বাউল ভক্তদের ওপর তারা হামলা করল? আমরা এ ধরনের আচরণের নিন্দা জানিয়ে মশাল মিছিল করেছি।’
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী), জাবি শাখার সংগঠক সজিব আহমেদ জেনিচ বলেন, ‘আবুল সরকারের চার ঘণ্টার পালাগানের মাত্র চার মিনিটের একটি খণ্ডিত অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে তাঁকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এটি তাঁকে ডিহিউম্যানাইজ ও ভিকটিম হিসেবে উপস্থাপনের সুস্পষ্ট প্রচেষ্টা। এই দেশে বাউল, সুফি, ফকির, আস্তিক, নাস্তিকসহ সব মতের মানুষ নাগরিক হিসেবে সমান অধিকার রাখে। আবুল সরকারকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং মানিকগঞ্জে তাঁর ভক্তদের ওপর হামলার বিচার করতে হবে।’

সাম্প্রতিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেখানে পাঠদান বন্ধ রেখে বিকল্প ব্যবস্থা বা প্রয়োজনে অনলাইন ক্লাস চালুর পরামর্শ দেওয়া হয়েছে।
১ দিন আগে
কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠেয় এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
১ দিন আগে
ভূমিকম্প নিয়ে আতঙ্কের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চার দিন সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
২ দিন আগে
বাংলাদেশ প্রতিনিয়ত অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও বহিঃশত্রুর নানামুখী হুমকি ও আগ্রাসনের শিকার হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার্থে সর্বদা সাবধান ও সচেতন থাকতে হবে।
৩ দিন আগে