leadT1ad

ভবন পরিদর্শন ও সংস্কারের নির্দেশ, শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ২০: ০৯
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। স্ট্রিম ছবি

সাম্প্রতিক ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতে জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেখানে পাঠদান বন্ধ রেখে বিকল্প ব্যবস্থা বা প্রয়োজনে অনলাইন ক্লাস চালুর পরামর্শ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মুহাম্মদ ওবায়দুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনগুলো নিয়মিত পরিদর্শন করতে হবে ও কোনো ভবন ঝুঁকিপূর্ণ মনে হলে তা দ্রুত চিহ্নিত করতে হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংস্কারে অবিলম্বে উদ্যোগ নিতে হবে। সংস্কার চলাকালীন বা ঝুঁকিপূর্ণ অবস্থায় এসব ভবনে ক্লাস না নিয়ে অস্থায়ী ক্লাসরুম বা অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান কার্যক্রম সচল রাখার নির্দেশনা দিয়েছে মাউশি।

অবকাঠামোগত সুরক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্যও বেশ কিছু সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, ভূমিকম্পের সময় শিক্ষার্থীদের আতঙ্কিত (প্যানিক) না হয়ে শান্ত থাকতে হবে। শ্রেণিকক্ষ বা রুমের ভেতরে থাকলে শক্ত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিতে হবে। আর বাইরে থাকলে ভবন বা গাছপালা নেই এমন খোলা জায়গায় অবস্থান করতে হবে।

এছাড়া ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার থেকে বিরত থাকা এবং কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত ও সুশৃঙ্খলভাবে বেরিয়ে আসার মতো দিক-নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত