leadT1ad

কৃষি গুচ্ছের ভর্তি আবেদন শুরু মঙ্গলবার, পরীক্ষা ৩ জানুয়ারি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৮: ৩১
ভর্তি পরীক্ষার প্রতীকী ছবি। ছবি: বাসস

কৃষি গুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ও বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠেয় এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

আজ সোমবার (২৪ নভেম্বর) কৃষি গুচ্ছের নিজস্ব ওয়েবসাইটে (http://acas.edu.bd) প্রকাশিত ভর্তি নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে।

নির্দেশিকায় বলা হয়, আগামী ৩ জানুয়ারি বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে মোট আসনসংখ্যা ৩ হাজার ৭০১টি। অনলাইনে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামীকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এ বছর ভর্তি পরীক্ষা আয়োজনের মূল দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হবে। ওই দিন থেকে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ৩ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর ৭ জানুয়ারি ফলাফল প্রকাশের কথা রয়েছে।

এবারের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Ad 300x250

সম্পর্কিত