leadT1ad

তামীরুল মিল্লাতের টঙ্গী শাখার ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ১৯: ৪২
তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভবন। সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম থেকে কামিল শ্রেণির ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

আজ বুধবার (১৯ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানান মাদ্রাসার অধ্যক্ষ ড. মো. হেফজুর রহমান।

অধ্যক্ষ স্বাক্ষরিত আরেকটি বিজ্ঞপ্তিতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বলা হয়েছে, আগামী ২৪ নভেম্বর থেকে নির্ধারিত রুটিন অনুযায়ী শিশু থেকে নবম শ্রেণির পরীক্ষা শুরু হবে।

প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী এমন নির্দেশনা জারি করার কথা বলেছেন অধ্যক্ষ। যদিও বিজ্ঞপ্তিতে মাদ্রাসার অন্যান্য নির্ধারিত কার্যক্রমে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার অনুরোধও করা হয়েছে।

গতকাল মঙ্গলবার আলিম দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থীরা বেতন বৃদ্ধি, অতিরিক্ত পরীক্ষার ফি, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং স্কলারশিপ চালুর দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে যোগ দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, আন্দোলন থামাতে গিয়ে কয়েকজন শিক্ষক তাঁদের মারধর করেন। এতে বেশ কয়েকজন আহত হন।

শিক্ষার্থীরা মাদ্রাসার প্রধান ফটক ভেঙে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পুলিশের অনুরোধে তাঁরা পুনরায় ক্যাম্পাসে ফিরে যান। শিক্ষার্থীরা একাডেমিক ভবনের নিচের দুটি গেটে তালা লাগিয়ে মারধরে অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কারের দাবি জানান। সন্ধ্যায় মাদ্রাসার গভর্নিং বডির প্রধান ড. কোরবানি আলী তিন শিক্ষককে বহিষ্কারের নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয়।

আজ সকাল ৯টা থেকে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা একাডেমিক ভবনের নিচে অবস্থান নিয়ে শিক্ষকদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা ও বাতিলের দাবি তোলেন। তাঁদের অভিযোগ, মঙ্গলবার শিক্ষকদের অবরুদ্ধ করে প্রশাসনকে চাপের মুখে সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয়েছে এবং এতে শিক্ষকদের মানহানি করা হয়েছে।

এমন পরিস্থিতিতেই মাদ্রাসাটি বন্ধ ঘোষণার সিদ্ধান্ত জানালো কর্তৃপক্ষ।

Ad 300x250

সম্পর্কিত