leadT1ad

ইসলামী ব্যাংকের হ্যাকড হওয়া ফেসবুক পেজ উদ্ধার

উদ্ধার করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হ্যাকড হওয়া অফিসিয়াল ফেসবুক পেজ। আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে হ্যাকড হয়েছিল পেজটি।

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা
ইসলামী ব্যাংকের লোগো। ছবি: সংগৃহীত

উদ্ধার করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হ্যাকড হওয়া অফিসিয়াল ফেসবুক পেজ। আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে হ্যাকড হয়েছিল পেজটি। সন্ধ্যায় পেজটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান।

এমএস৪৭ জিরোএক্স (MS 470X) নামে একটি হ্যাকার গ্রুপ পেজটি হ্যাক করার দাবি করেছিল। পাশাপাশি ব্যাংকটির ওয়েবসাইটেও আক্রমণ করার হুমকি দিয়েছিলো তাঁরা। তবে ইসলামী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, তাঁদের ওয়েবসাইট সুরক্ষিত রয়েছে।

আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক করে প্রোফাইল পিকচার ও কাভার ফটো বদলে দিয়েছিল হ্যাকাররা। পরে ইসলামী ব্যাংকের পেজটি বেলা ১১টা ৪০মিনিটের পর থেকে ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা সাতটা নাগাদ ফেসবুকে আবার ফেরত আসে পেজটি। ফেরত এসেছে আগের প্রোফাইল পিকচার ও কাভার ফটোও।

এর আগে এমএস ৪৭ জিরোএক্সের ফেসবুক পেজে এক পোস্টে হয়, ইসলামী ব্যাংকের পেজ তাঁরাই হ্যাক করেছে।

এর আগে ওই পেজ থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ছয়টার দিকে এক পোস্টে বলা হয়, ‘ইসলামী ব্যাংক লিমিটেড, আমরা আপনাদের কার্যকলাপের দিকে নজর রাখছি এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। খুব শিগগিরিই আপনাদের পেজ ও ওয়েবসাইটে আক্রমণ করব।’

ইসলামী ব্যাংকের হ্যাকড হওয়া পেজ থেকে এক পোস্টের মাধ্যমে বলা হয়েছিল, ‘বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস৪৭০এক্স তাঁদের পেজ নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির পুনর্বিবেচনা ঘোষণা করা হোক।’ যদিও পরে এই পোস্টটি মুছে দেওয়া হয়েছিলো।

সম্প্রতি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে কর্মী ছাটাই এবং জোরপূর্বক পরীক্ষা দিতে বাধ্য করার অভিযোগ তোলে প্রতিষ্ঠানটির বেশকিছু কর্মী। গত ৩০ সেপ্টেম্বর চাকরিবিধি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে ২০০ কর্মীকে। একইসঙ্গে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে ৪ হাজার ৯৭১ জন কর্মকর্তাকে। বেতন-ভাতা পেলেও, তাঁদের কোনো দায়িত্ব থাকবে না।

Ad 300x250

সম্পর্কিত