উদ্ধার করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হ্যাকড হওয়া অফিসিয়াল ফেসবুক পেজ। আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে হ্যাকড হয়েছিল পেজটি।
স্ট্রিম প্রতিবেদক
উদ্ধার করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হ্যাকড হওয়া অফিসিয়াল ফেসবুক পেজ। আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে হ্যাকড হয়েছিল পেজটি। সন্ধ্যায় পেজটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান।
এমএস৪৭ জিরোএক্স (MS 470X) নামে একটি হ্যাকার গ্রুপ পেজটি হ্যাক করার দাবি করেছিল। পাশাপাশি ব্যাংকটির ওয়েবসাইটেও আক্রমণ করার হুমকি দিয়েছিলো তাঁরা। তবে ইসলামী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, তাঁদের ওয়েবসাইট সুরক্ষিত রয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক করে প্রোফাইল পিকচার ও কাভার ফটো বদলে দিয়েছিল হ্যাকাররা। পরে ইসলামী ব্যাংকের পেজটি বেলা ১১টা ৪০মিনিটের পর থেকে ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা সাতটা নাগাদ ফেসবুকে আবার ফেরত আসে পেজটি। ফেরত এসেছে আগের প্রোফাইল পিকচার ও কাভার ফটোও।
এর আগে এমএস ৪৭ জিরোএক্সের ফেসবুক পেজে এক পোস্টে হয়, ইসলামী ব্যাংকের পেজ তাঁরাই হ্যাক করেছে।
এর আগে ওই পেজ থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ছয়টার দিকে এক পোস্টে বলা হয়, ‘ইসলামী ব্যাংক লিমিটেড, আমরা আপনাদের কার্যকলাপের দিকে নজর রাখছি এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। খুব শিগগিরিই আপনাদের পেজ ও ওয়েবসাইটে আক্রমণ করব।’
ইসলামী ব্যাংকের হ্যাকড হওয়া পেজ থেকে এক পোস্টের মাধ্যমে বলা হয়েছিল, ‘বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস৪৭০এক্স তাঁদের পেজ নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির পুনর্বিবেচনা ঘোষণা করা হোক।’ যদিও পরে এই পোস্টটি মুছে দেওয়া হয়েছিলো।
সম্প্রতি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে কর্মী ছাটাই এবং জোরপূর্বক পরীক্ষা দিতে বাধ্য করার অভিযোগ তোলে প্রতিষ্ঠানটির বেশকিছু কর্মী। গত ৩০ সেপ্টেম্বর চাকরিবিধি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে ২০০ কর্মীকে। একইসঙ্গে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে ৪ হাজার ৯৭১ জন কর্মকর্তাকে। বেতন-ভাতা পেলেও, তাঁদের কোনো দায়িত্ব থাকবে না।
উদ্ধার করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হ্যাকড হওয়া অফিসিয়াল ফেসবুক পেজ। আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে হ্যাকড হয়েছিল পেজটি। সন্ধ্যায় পেজটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান।
এমএস৪৭ জিরোএক্স (MS 470X) নামে একটি হ্যাকার গ্রুপ পেজটি হ্যাক করার দাবি করেছিল। পাশাপাশি ব্যাংকটির ওয়েবসাইটেও আক্রমণ করার হুমকি দিয়েছিলো তাঁরা। তবে ইসলামী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম জানিয়েছেন, তাঁদের ওয়েবসাইট সুরক্ষিত রয়েছে।
আজ শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাক করে প্রোফাইল পিকচার ও কাভার ফটো বদলে দিয়েছিল হ্যাকাররা। পরে ইসলামী ব্যাংকের পেজটি বেলা ১১টা ৪০মিনিটের পর থেকে ফেসবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যা সাতটা নাগাদ ফেসবুকে আবার ফেরত আসে পেজটি। ফেরত এসেছে আগের প্রোফাইল পিকচার ও কাভার ফটোও।
এর আগে এমএস ৪৭ জিরোএক্সের ফেসবুক পেজে এক পোস্টে হয়, ইসলামী ব্যাংকের পেজ তাঁরাই হ্যাক করেছে।
এর আগে ওই পেজ থেকে বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ছয়টার দিকে এক পোস্টে বলা হয়, ‘ইসলামী ব্যাংক লিমিটেড, আমরা আপনাদের কার্যকলাপের দিকে নজর রাখছি এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। খুব শিগগিরিই আপনাদের পেজ ও ওয়েবসাইটে আক্রমণ করব।’
ইসলামী ব্যাংকের হ্যাকড হওয়া পেজ থেকে এক পোস্টের মাধ্যমে বলা হয়েছিল, ‘বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস৪৭০এক্স তাঁদের পেজ নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির পুনর্বিবেচনা ঘোষণা করা হোক।’ যদিও পরে এই পোস্টটি মুছে দেওয়া হয়েছিলো।
সম্প্রতি ইসলামী ব্যাংক কর্তৃপক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে কর্মী ছাটাই এবং জোরপূর্বক পরীক্ষা দিতে বাধ্য করার অভিযোগ তোলে প্রতিষ্ঠানটির বেশকিছু কর্মী। গত ৩০ সেপ্টেম্বর চাকরিবিধি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে ২০০ কর্মীকে। একইসঙ্গে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে ৪ হাজার ৯৭১ জন কর্মকর্তাকে। বেতন-ভাতা পেলেও, তাঁদের কোনো দায়িত্ব থাকবে না।
ইসলামী ব্যাংকের হ্যাকড পেজটিতে একটি পোস্টে বলা হয়েছিল, বাংলাদেশ ইসলামী ব্যাংকের তৎপর কর্তৃপক্ষের অনৈতিক আচরণে এমএস৪৭০এক্স তাঁদের পেজ নিয়ন্ত্রণ নিয়েছে। হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ রক্ষা করা হবে। অবিলম্বে অন্যায় চাকরিচ্যুতির পুনর্বিবেচনা ঘোষণা করা হোক।’ যদিও পরবর্তীতে এই পোস্টটি মুছে দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশে আগামী অর্থবছরের শেষে মূল্যস্ফীতি কিছুটা কমলেও তা দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি থাকবে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) সেপ্টেম্বর সংস্করণ ২০২৫’-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশের মূল্যস্ফীতি দাঁড়াতে পারে ৮ শতাংশে।
৩ দিন আগেআওয়ামী লীগের সময় ‘অস্বচ্ছ উপায়ে’ নিয়োগ পাওয়া কর্মীদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া নিয়ে ইসলামী ব্যাংকে ফের শুরু হয়েছে অস্থিরতা। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) পাঁচ হাজারের বেশি কর্মীর ওই পরীক্ষা দেওয়ার কথা ছিল। তবে অংশ নেন ৫০০ জনেরও কম। এরপর পরীক্ষায় অংশ না নেওয়া কর্মীদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হয়
৩ দিন আগেদুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৪১৫ টাকা বেড়েছে।
৪ দিন আগে