জুলাইকে ধারণ করে শাহ আলীর মাজারে ভাবগানের আসর
জুলাইকে ধারণ করে মিরপুরে শাহ আলীর মাজারে অনুষ্ঠিত হচ্ছে ভাবগানের আসর। সোমবার (৪ আগস্ট) বিকাল ৪টা থেকে শুরু হয়েছে এ অনুষ্ঠান। শুরুতে জুলাইকে নিয়ে বানানো ডকুমেন্টারি ‘শ্রাবণ বিদ্রোহ’ সহ বেশ কিছু ডকুমেন্টরি দেখানো হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই শো।