leadT1ad

জুলাইকে ধারণ করে শাহ আলীর মাজারে ভাবগানের আসর

স্ট্রিম প্রতিবেদকঢাকা
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ২১: ৫১
জুলাইকে ধারণ করে শাহ আলীর মাজারে ভাবগানের আসর। স্ট্রিম ছবি

জুলাইকে ধারণ করে মিরপুরে শাহ আলীর মাজারে অনুষ্ঠিত হচ্ছে ভাবগানের আসর। সোমবার (৪ আগস্ট) বিকাল ৪টা থেকে শুরু হয়েছে এ অনুষ্ঠান। শুরুতে জুলাইকে নিয়ে বানানো ডকুমেন্টারি ‘শ্রাবণ বিদ্রোহ’ সহ বেশ কিছু ডকুমেন্টরি দেখানো হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে এই শো।

এরপর শুরু হয় জুলাইকে স্মরণ করে আলোচনা। আলোচনা করেন কবি ও ভাবুক ফরহাদ মজহার।

তিনি বলেন, ‘শাহ আলীর মাজারে যেন নিয়মিত গানের আসর বসে সেই উদ্যোগ নেওয়া প্রয়োজন। পরিবেশ নিয়েও ভাবতে হবে আমাদের। আর জুলাইকে গণ-মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘শাহ আলীর মাজারের পরিবেশকে সুন্দর করার ব্যাপারে আমরা চিন্তা-ভাবনা করছি। শিগগিরই এ নিয়ে কাজ করা হবে বলে আশা করি।’

এছাড়াও অনুষ্ঠানে আলোচনা করেন রাজনৈতিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর আহমেদ ফেরদৌস, জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি রফিকুল ইসলাম তুহিন, জাতীয়তাবাদী বাউল দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আল মামুন চিশতি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি ও সংগঠক মোহাম্মদ রোমেল।

মাগরিবের পর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে ভাবগানের আসর। ভাবগান পরিবেশন করছেন আলেয়া বেগম আলো, রুমা সরকার, কোহিনূর আক্তার গোলাপি, জান্নাত বৈদেশী, চৌধুরী রুবি মন্ডল, বাউল জয়া দেওয়ান, ফকির আবুল সরকার, সুনীল কর্মকার, আবুল সরকার মহারাজ, আক্কাস দেওয়ান, সুধাম ফকির ও বাউল সরকার সেলিম নূরী।

মোহাম্মদ রোমেল স্ট্রিমকে বলেন, ‘আমরা মাজার নিয়ে অনেকদিন থেকেই কাজ করছি। মাজার হচ্ছে গরীব মানুষের জায়গা। এই জায়গা দখল করে রাখে ক্ষমতাসীনেরা। তাদের হাত থেকে মাজারকে রক্ষা করে গান ও নানা সাংস্কৃতিক আয়োজন করা উচিত।’

Ad 300x250

রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

প্রথম দিনেই ১০ হাজারের বেশি রিটার্ন দাখিল, পাঁচ গুণ বেড়েছে ই-রিটার্নে সাড়া

যে ১০টি বই ভবিষ্যৎ সম্পর্কে আমাদেরকে আগেই জানিয়েছিল

‘ফ্লাইট এক্সপার্ট’ সংশ্লিষ্টদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট

একাত্তর ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর চব্বিশ সেটি রক্ষার: তারেক রহমান

সম্পর্কিত