leadT1ad

আমার কাছে ম্যাজিক নেই যে সব অপরাধ একবারে বন্ধ করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৪
বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী। সংগৃহীত ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘যদি কোনো ম্যাজিক থাকত, তাহলে সব অপরাধ বন্ধ করে দিতে পারতাম। কিন্তু আমার কাছে এমন কোনো ব্যবস্থা নেই।’ সোমবার (৮ ডিসেম্বর) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীর মরদেহ উদ্ধার সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘সেখানে আমাদেরই সহকর্মী একজন পুলিশের, অন্যজন র‌্যাবে কর্মরত। তাঁদের মা ও বাবাকে হত্যা করা হয়েছে। যারা এই অপরাধ করেছে, তাদের আইনের আওতায় আনতে আমরা এরইমধ্যে নির্দেশনা দিয়েছি।’

নির্বাচনের আগেই এমন একের পর এক ঘটনা ঘটছে কেন, সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ঘটনা তো ঘটছে। আমি তো অস্বীকার করছি না। নির্বাচনের আগে এই ধরনের সব ঘটনা বন্ধ হয়ে যাবে, তাও বলতে পারছি না। আমার কাছে যদি ম্যাজিক থাকত, বা সুইচ অন-অফের মতো কোনো ব্যবস্থা থাকত; তাহলে আমি একবার টিপ দিয়েই সব অপরাধ বন্ধ করে দিতাম। আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই।’

নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘নির্বাচনী প্রস্তুতি মাশাআল্লাহ ভালো। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীগুলো তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। কতটুকু প্রশিক্ষণ হয়েছে, তা দেখতে আমরাও পরিদর্শনে যাব। আশা করছি, জানুয়ারির মধ্যেই এই প্রশিক্ষণ শেষ হবে।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর একটি নির্বাচনের জন্য যত ধরনের প্রস্তুতি দরকার, সবকিছুই নিচ্ছি। আর এই প্রশিক্ষণের জন্যই প্রশিক্ষণ দরকার পড়ে।’

‘প্রতিটি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। আগে হতো সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত। এবার সময় বেড়েছে। এখন সূর্যের আলো না থাকলেও আমাদের ভোট গণনা করতে হবে। এ জন্য যে এলাকায় বিদ্যুৎ নেই, সেখানে বিকল্প ব্যবস্থা করতে বলা হয়েছে। আর যেসব এলাকায় বিদ্যুৎ আছে, সেসব এলাকায় ভোটের এই সময়টিতে যাতে বিদ্যুৎ থাকে, তা নিশ্চিত করতে বলা হয়েছে।’

গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাদের যে গণমিউজিয়ামটা আছে, সেটার প্রস্তুতি প্রায় শেষ হয়ে এসেছে। গণভবনে এটি খুলে দেওয়ার পর দর্শনার্থী প্রবেশের সময় সিকিউরিটি কেমন হবে, দর্শনার্থীদের নিরাপত্তা; এসব বিষয়ে আলোচনা হয়েছে।’

দেশের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত সন্দেহ দূর করতে পারছে না, নির্বাচন হবে কিনা; এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা দূর করতে পারছি না শুধু আপনাদের জন্য। আপনারা (সাংবাদিক) খালি বলবেন যে নির্বাচন হবে, তাহলেই তো প্রচার হবে। আমি একা, কিন্তু আপনাদের প্রচার তো হাজার হাজার, লাখ লাখ লোকের কাছে পৌঁছায়।’

তফসিল ঘোষণার পর রাজনৈতিক দল সমানভাবে নির্বাচনী প্রচারণা চালাতে পারবে কিনা, তা নিয়ে জাতীয় পার্টির এমন আশঙ্কা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী কাউকে মাঠে নামতে দিচ্ছে না, এটা ঠিক নয়। সবাই মাঠেই আছে, পুরো মাঠ তো তারাই গরম করে রাখছে। অনেকেই আছে যারা ঘর থেকে বের হতে চায় না। বলে, ভাই, আমি বের হতে পারতেছি না। কারণ তার শারীরিক অবস্থা এমন যে গেলেই ঠান্ডা লাগবে। সেজন্য বের হয় না। তাকে আমরা বাধা দিচ্ছি; এমনটা নয়।‘

তিনি বলেন, ‘এখন সে তো ঘরের ভেতরে এসে কমফোর্টেবল। বের হলেই তো ঠান্ডা লাগবে, সর্দি-কাশি হতে পারে; সেজন্য সে বের হয় না।’

লুট করা অস্ত্র কতটুকু উদ্ধার হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘প্রতিদিন উদ্ধার হচ্ছে এবং আপনারা রিপোর্টও করছেন।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বডিওর্ন ক্যামেরা কেনার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বডি ওর্ন ক্যামেরা তো কেনা হচ্ছে, বহু আগেই বলেছি। নির্বাচনের সময় বডিওর্ন ক্যামেরা থাকবে।’

Ad 300x250

সম্পর্কিত