গত কয়েকদিনে রাজধানীর ধানমন্ডি লেক থেকে পরপর চারটি আহত বিড়াল উদ্ধার করা হয়েছে। যেগুলোর একটিরও চোখ নেই। এটি নিছক কোনো দুর্ঘটনা নয় বলেই মনে করছেন প্রাণিগুলোকে উদ্ধারকারী ও পরিচর্যার দায়িত্ব নেওয়া ব্যক্তিরা। তাদের ধারণা, এর পেছনে থাকতে পারে কোনো ‘সাইকোপ্যাথ’ ব্যক্তির হাত, যে বিড়ালের কষ্টে আনন্দ পাচ্ছে।