জাকসু হালচাল–০২
ছাত্র ইউনিয়নের দুইভাগ এবং সাংস্কৃতিক জোটের দুইভাগ আলাদাভাবে জাকসু নির্বাচনে প্যানেল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। তবে দুইটি নয়, বামপন্থীদের প্যানেল হবে তিনটি। তিন নম্বর প্যানেলটি হবে জাহাঙ্গীরনগর শাখা সমাজতান্ত্রিক জোটের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি দাঁড়িয়ে গেছে ছাত্রশিবির ও বামপন্থী সংগঠনগুলো। বামপন্থী ছাত্র সংগঠনগুলোর দাবি ‘একাত্তর প্রশ্ন’ সমাধান না করে ছাত্রশিবিরের রাজনীতি করার বৈধতা নেই। অন্যদিকে শিবির বলছে, জুলাই গণ-অভ্যুত্থানে ঐক্যবদ্ধ জনতাকে ‘পাকিস্তানি’, ‘রাজাকার’ ট্যাগ দিয়ে বিভক্ত করতে চাচ্ছে বামপন্থীরা।