
.png)

জাতীয় চিড়িয়াখানা
বনের কোলাহল নেই, নেই কোনো সঙ্গী। ইট-পাথরের রাজধানীতে জাতীয় চিড়িয়াখানার খাঁচায় একাকী দিন পার করছে আফ্রিকান গন্ডার, ক্যাঙ্গারু, কেশোয়ারি ও উল্লুকসহ অন্তত ১৬ প্রজাতির প্রাণী। আইনের স্পষ্ট বাধ্যবাধকতা থাকলেও বছরের পর বছর ধরে এসব প্রাণীকে সঙ্গীহীন অবস্থায় রাখা হয়েছে।

বিদ্যমান আইনের বাস্তবায়ন আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। প্রাণী অধিকারকর্মীদের মতে, আইন থাকলেও বাস্তবে মামলার সংখ্যা কম এবং শাস্তি অপর্যাপ্ত বলে নির্যাতনকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায় না।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের আটাইল গ্রামে একটি ব্যাঙকে নির্মমভাবে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও জোরদার করতে দেশব্যাপী স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বন অধিদপ্তর। এই উদ্যোগের আওতায় আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বাণিজ্য প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে বন বিভাগের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।