leadT1ad

বন্যপ্রাণী রক্ষায় দেশজুড়ে স্বেচ্ছাসেবক নিবন্ধন শুরু করেছে বন অধিদপ্তর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৭: ২৪
বন অধিদপ্তর। সংগৃহীত ছবি

প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণ আরও জোরদার করতে দেশব্যাপী স্বেচ্ছাসেবক নিবন্ধন কার্যক্রম শুরু করেছে বন অধিদপ্তর। এই উদ্যোগের আওতায় আগ্রহী ব্যক্তিরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বাণিজ্য প্রতিরোধ ও সচেতনতা তৈরিতে বন বিভাগের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।

আজ শনিবার (৮ নভেম্বর) বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা এই উদ্যোগটি বাস্তবায়ন করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা, বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণ, বন্যপ্রাণী উদ্ধার ও এ সম্পর্কিত সচেতনতামূলক কার্যক্রমে ইতোমধ্যে কাজ করছেন বা কাজ করতে আগ্রহী, তাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধিত স্বেচ্ছাসেবকরা বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

বন অধিদপ্তর জানিয়েছে, নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া, তাঁদের সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে পুরস্কার প্রদান বা বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদানের জন্য স্বীকৃতি দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

নিবন্ধনের জন্য আগ্রহী ব্যক্তিদের অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরমটি পাওয়া যাবে এই লিংকে: https://forms.gle/Hz6kgbpqKdHvu1SY8

এ বিষয়ে প্রয়োজনে বন সংরক্ষক, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকার সঙ্গে মোবাইল ফোনে (০১৯৯৯০০০০৪২) অথবা ই-মেইলে ([email protected], [email protected]) যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনের লক্ষ্যে তরুণ সমাজ ও সাধারণ জনগণকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণের এই যাত্রায় সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার মনে করে, প্রকৃতি ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় নাগরিকদের সক্রিয় ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সহায়তা করবে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত