আজ বিশ্ব প্রাণী দিবস
আজ বিশ্ব প্রাণী দিবস। এই দিবসে সম্রাট জাহাঙ্গীরের বন্য প্রাণীপ্রেম নিয়ে অংশিকা জৈনের লেখা অনুবাদ করেছেন ভূ-পর্যটক তারেক অণু।
গোলাপী হাতির কথা শুনেছেন? বিরল গোলাপী হাতির খোঁজে গিয়ে রাঙামাটির কাপ্তাই লেক এলাকায় কীভাবে বিপদজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন শিক্ষক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞ এম এ আজিজ! বিশ্ব হাতি দিবসে রোমাঞ্চকর সে গল্প শুনুন স্ট্রিমে।