leadT1ad

এমন নির্বাচন প্রত্যাশা করিনি: বিন ইয়ামিন মোল্লা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ২০
কথা বলছেন বিন ইয়ামিন মোল্লা। স্ট্রিম ছবি

ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘ডাকসু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ’ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করেছেন, অন্য প্যানেলের প্রার্থীদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হলেও তাঁকে বিভিন্ন কেন্দ্র থেকে ফেরত পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, ‘গণ-অভ্যুত্থানের পরে আমরা এমন নির্বাচন প্রত্যাশা করিনি। আমাকে বিভিন্ন কেন্দ্র থেকে ফেরত পাঠানো হয়েছে, ঢুকতে দেওয়া হয়নি। নিয়মে থাকলেও আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। এমন ম্যানিপুলেটেড প্রভাবিতকরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন আমরা প্রত্যাশা করি না।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত