leadT1ad

রাত পোহালেই ভোট

‘রাতে লিফলেট দেখে ঠিক করব, কাকে ভোট দেওয়া যায়’

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে গিয়ে দেখা যায়, সেখানে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে ও ভোটকেন্দ্রের টেবিল বসানোর কাজ হচ্ছে। এ ছাড়া ভেতরে বুথ প্রস্তুত করা হয়েছে।

Multiple Authors
স্ট্রিম প্রতিবেদক ও স্ট্রিম সংবাদদাতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০: ০৭
নির্বাচনের আগেরদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে শিক্ষার্থীদের আনাগোনা বাড়ে। স্ট্রিম ছবি

‘আমি সব লিফলেট জমা করেছি। আজকে রাতে এগুলো নিয়ে বসব। এরপর যাকে যোগ্য মনে হবে, তাঁকে ভোট দেব।’ রাত পোহালেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোট। আগের দিন ঠিক এভাবেই স্ট্রিমের কাছে নিজের অভিব্যক্তি জানাচ্ছিলেন আরবি বিভাগের শিক্ষার্থী নুরুল্লাহ আলম নূর। তার সঙ্গে সুর মেলান পাশে থাকা আরও বেশ কয়েকজন শিক্ষার্থী।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসন্ন নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থী ও ভোটাররা জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচন পূর্ববর্তী পরিবেশ স্বাভাবিক রয়েছে। সবাই আগামীকাল একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

মহিলাবিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী নিশা আক্তার জানান, নির্বাচন উপলক্ষে মেহেদী উৎসব আয়োজন করা হচ্ছে। স্ট্রিমকে তিনি বলেন, ‘আমরা কিন্তু দেখি যে বিভিন্ন উৎসব আয়োজনে মেহেদী উৎসব হয়। সেটি বিয়ে থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় উৎসবগুলোতেও। যেমন- দুর্গাপূজা, পবিত্র ঈদুল ফিতর বা ঈদুল আজহা। ঈদের আগের রাতকে বলা হয় চাঁদ রাত। সেই চাঁদ রাতে কিন্তু আমাদের মেহেদী উৎসব হয়। কালকে ভোট। আজকে রাতেও মেয়েদের হলে মেহেদী উৎসব হবে।’

আমি ঘোলাটে পরিস্থিতি দেখতে পাচ্ছি। কোনো মহল ঘোলা পানিতে মাছ শিকার করছে কি-না, এটি নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কেন-না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থানের কারণে বিনোদপুর ও মেহেরচণ্ডীতে আমরা দেখেছি, দুইটি বড় পলিটিক্যাল অর্গানাইজেশনের অবস্থান আছে। মেহেদী মারুফ, ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের ভিপিপ্রার্থী

এদিকে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে বলে জানান ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপিপ্রার্থী শেখ নূর উদ্দিন আবীর। তিনি স্ট্রিমকে বলেন, ‘রাকসু নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক দেখছি। আমি মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রার্থী বা ভোটার, প্রত্যেকেই কিন্তু সভ্য সমাজের। নির্বাচন কমিশন এখন পর্যন্ত নিরপেক্ষ ভূমিকাই পালন করছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণসাপেক্ষে কোনো তথ্য পেলে আমরা জানাব।’

তাঁদের কেন শিক্ষার্থীরা ভোট দেবেন, এমন প্রশ্নের জবাবে আবীর বলেন, ‘আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছিলাম। বিভিন্ন সম্পাদক পদে আমাদের যারা প্রার্থী রয়েছেন, প্রত্যেকেই যার যার ক্ষেত্রে স্টার (তারকা)।’

আমাদের প্যানেলের সবাই রাজনীতির সঙ্গে যুক্ত না। আমরা যোগ্যতার ওপর নির্ভর করে প্যানেল দিয়েছি। আমরা কখনো বিএনপি শব্দটাই আনি নাই। আমরা নিজেরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই। জাহিন বিশ্বাস এষা, ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী

রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা। সংগৃহীত ছবি
রাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা। সংগৃহীত ছবি

সম্প্রতি ছাত্রশিবিরের কাছ থেকে পাঁচ বস্তা খাবার উদ্ধার করেছে প্রশাসন। বিভিন্ন উপহার বা খাদ্য নির্বাচনে প্রভাব বিস্তার করবে কি-না, এমন প্রশ্নের জবাবে ছাত্রদল মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা স্ট্রিমকে বলেন, ‘আমরা বিশ্বাস করি শিক্ষার্থীদের কোনো কিছু দিয়ে কেনা যায় না। বিবেক বিবেচনা দিয়ে তাঁরা যোগ্য প্রার্থী বেছে নেবেন।’

এষা বলেন, ‘আমাদের প্যানেলের সবাই রাজনীতির সঙ্গে যুক্ত না। আমরা যোগ্যতার ওপর নির্ভর করে প্যানেল দিয়েছি। আমরা কখনো বিএনপি শব্দটাই আনি নাই। আমরা নিজেরা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চাই।’

তবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ‘রাকসু ফর র‍্যাডিকাল চেঞ্জ’ প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী মারুফ জানিয়েছেন, তিনি ক্যাম্পাসে সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি দেখছেন না।

স্ট্রিমকে তিনি বলেন, ‘আমি ঘোলাটে পরিস্থিতি দেখতে পাচ্ছি। কোনো মহল ঘোলা পানিতে মাছ শিকার করছে কি-না, এটি নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। কেন-না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থানের কারণে বিনোদপুর ও মেহেরচণ্ডীতে আমরা দেখেছি, দুইটি বড় পলিটিক্যাল অর্গানাইজেশনের অবস্থান আছে।’

এদিকে, আজ দুপুরে নির্বাচন কমিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই কমিশনের মূল লক্ষ্য।

নির্বাচন কমিশনার মোস্তফা কামাল আকন্দ বলেন, ভোট প্রদানের সময় একজন প্রার্থীর পরিচয় তিনবার যাচাই করা হবে। এ ছাড়া ভোট প্রদান শেষে ব্যবহার করা হবে অমোচনীয় বিশেষ কালি, যা ইতোমধ্যে আমদানি করা হয়েছে।

সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে গিয়ে দেখা যায়, সেখানে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে ও ভোটকেন্দ্রের টেবিল বসানোর কাজ হচ্ছে। এ ছাড়া ভেতরে বুথ প্রস্তুত করা হয়েছে।

রাবির শিক্ষার্থীদের প্রত্যাশা প্রতিবছরই যাতে রাকসু নির্বাচন আয়োজিত হয়। আরবি বিভাগের শিক্ষার্থী আব্দুল মুমিন স্ট্রিমকে বলেন, ‘যেহেতু অনেকদিন পরে এই নির্বাচন হচ্ছে, আমরা নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক। প্রতিবছরই যেন ছাত্রসংসদ নির্বাচনটা হয়।’

Ad 300x250

সম্পর্কিত