leadT1ad

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জামায়াত আমীর, চাইলেন দোয়া

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ১০: ৫২
এভারকেয়ার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে তিনি হাসপাতালে যান। পরে হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘আল্লাহ চাইলে জীবিতকে ধরে নিয়ে যেতে পারেন আবার মরার মধ্যেও জীবন দিতে পারেন। বেগম জিয়া আলহামদুলিল্লাহ সারভাইব করছেন, আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। আমি দুই চোখে তাকে একটু দেখে আসতে পেরেছি, এটা আমার সান্ত্বনা। আবারও দোয়া করি, আল্লাহ যেন তাকে ক্ষমা করে তার ওপর রহম করে, তার ওপর সুস্থতার নেয়ামত দান করে।’

এদিকে জামায়াতের আমীরের আগে তিন বাহিনীর প্রধান হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে যান। সেদিন রাতে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

Ad 300x250

সম্পর্কিত