leadT1ad

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ৫ সেনাসদস্য চায় জামায়াত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে অংশ নেন জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্ট্রিম ছবি

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য মোতায়েনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে সংলাপে এ দাবি জানায় দলটি।

সংলাপে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ভোটকেন্দ্রে সেনা সদস্য বেশি আছে– এমন তথ্য অনেককে ভোটদানে আগ্রহী করে তুলবে। কারণ ভোটাররা মনে করেন, সেনা সদস্য বেশি থাকলে কেউ দখল করতে পারবে না, নির্বিঘ্নে সবাই ভোট দিতে পারবেন। এ জন্য আমরা মনে করি, কেন্দ্রে একজন সেনা সদস্য নয় বরং তিন, চার বা পাঁচজন মোতায়েন করলে তা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অনেক বেশি অর্থবহ হবে।

কেন্দ্রে সেনা মোতায়েনের পাশাপাশি জামায়াত আচরণবিধির ভাষাগত দিক, কারিগরি অস্পষ্টতা ও নির্বাচনে প্রশাসনের স্বচ্ছ ভূমিকার গুরুত্ব তুলে ধরে।

গোলাম পরওয়ার পোস্টাল ব্যালট নিয়ে কমিশনের উদ্যোগকে সাধুবাদ জানালেও, এর বিভিন্ন কারিগরি দিক নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রবাসীরা কীভাবে গণভোটে অংশ নেবেন, তা নিশ্চিত নয়। তাছাড়া এনআইডি না থাকলে বিকল্প কী হতে পারে, তা বলা হয়নি।

এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনেরেল হামিদুর রহমান আযাদ বলেন, পলিসি লেভেল স্বচ্ছতা আছে। এক্সিকিউটিভ লেভেলেও স্বচ্ছতা দেখানো জরুরি। নির্বাচন কমিশনকেই স্বচ্ছতা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

ইসি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আসন্ন সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ লাখ সদস্য মোতায়েন থাকবে, যাদের মধ্যে সশস্ত্র বাহিনীর সদস্য এক লাখ।

Ad 300x250

সম্পর্কিত