স্ট্রিম প্রতিবেদক
ছাত্রত্ব না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ দুই নেতা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচনেও সংগঠনটি প্রার্থী ঘোষণা করেনি।
আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা না করলেও ছাত্রশিবিরের কর্মীরা হল সংসদে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নেতারা। তবে ছাত্র সংগঠনটির পরিচয়ে নয়, তাঁরা সাধারণ শিক্ষার্থী পরিচয়ে লড়বেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জাবি ছাত্রশিবিরের সভাপতি বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মহিবুর রহমান মুহিবের ছাত্রত্ব শেষ হয়েছে। সেক্রেটারি দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের মোস্তাফিজুর রহমানের পড়াশোনাও শেষ। এই কারণে জাকসু নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।
জাকসুতে ছাত্রশিবির ঘোষিত প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ঘোষিত এ প্যানেলের ২৫ সদস্যের সবাই অবশ্য ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছে সংগঠনটি। প্যানেলের ১০ জন শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত। বাকি ১৫ জন বিভিন্ন ‘সামাজিক সংগঠনের’ ও ‘সাধারণ শিক্ষার্থী’ বলে দাবি করা হয়েছে।
এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য ও ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব। প্যানেলটি থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হয়েছেন মাজহারুল ইসলাম। ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের এই শিক্ষার্থী শাখা ছাত্রশিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক।
হলে লড়বেন সাধারণ শিক্ষার্থী পরিচয়ে
আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনসহ একযোগে ২১টি হল সংসদে ভোটগ্রহণ হবে। হল সংসদে নিজেদের প্রার্থী ঘোষণা করেনি ছাত্রশিবির। তবে ছাত্রশিবিরের যাঁরা হল সংসদে লড়বেন, তাঁরা সাধারণ শিক্ষার্থী পরিচয় দেবেন।
জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিব এ বিষয়ে স্ট্রিমকে বলেছেন, ‘আমাদের সংগঠনের সঙ্গে জড়িতদের যাঁরা হলগুলোতে নির্বাচন করতে চায় তাঁদের সাধারণ শিক্ষার্থী হিসেবে নির্বাচন করতে বলা হয়েছে। আমরা কোনভাবে তাঁদের পেট্রোনাইজ (পৃষ্ঠপোষকতা) করিনি। তাই সেখানে আমাদের সংগঠনের বাইরের সমর্থিত কোনো প্রার্থী নেই। মেয়েদের হলগুলোতে আমাদের সংগঠনের কোনো কর্মী নেই।’
জানা গেছে, ছাত্রশিবিরের ১৪ সদস্য বিশিষ্ট জাবি শাখা কমিটির ৯জন নেতা জাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন। সভাপতি ও সম্পাদকের পাশাপাশি দাওয়াহ সম্পাদক মশিউর রহমানেরও ছাত্রত্ব নেই। বাকি দুইজনের হল সংসদে নির্বাচন করার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
তাঁরা হলেন শাখা ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক মো. রাকিব হোসেন ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আলী আহম্মদ। এদের মধ্যে ১০ নম্বর ছাত্র হলের সহসভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন রাকিব ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন আলী আহম্মদ।
জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিব বলেন, ‘ছেলেদের হলগুলোতে কারা দাঁড়াচ্ছে সে বিষয়ে আসলে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। রাকিব ও আলীর আহম্মদের ব্যাপারে জানি।’
ছাত্রত্ব না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ দুই নেতা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের হল সংসদের নির্বাচনেও সংগঠনটি প্রার্থী ঘোষণা করেনি।
আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী ঘোষণা না করলেও ছাত্রশিবিরের কর্মীরা হল সংসদে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন নেতারা। তবে ছাত্র সংগঠনটির পরিচয়ে নয়, তাঁরা সাধারণ শিক্ষার্থী পরিচয়ে লড়বেন।
খোঁজ নিয়ে জানা গেছে, জাবি ছাত্রশিবিরের সভাপতি বাংলা বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মহিবুর রহমান মুহিবের ছাত্রত্ব শেষ হয়েছে। সেক্রেটারি দর্শন বিভাগের ৪৭তম ব্যাচের মোস্তাফিজুর রহমানের পড়াশোনাও শেষ। এই কারণে জাকসু নির্বাচনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না।
জাকসুতে ছাত্রশিবির ঘোষিত প্যানেলের নাম দেওয়া হয়েছে ‘সমন্বিত শিক্ষার্থী জোট’। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) ঘোষিত এ প্যানেলের ২৫ সদস্যের সবাই অবশ্য ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছে সংগঠনটি। প্যানেলের ১০ জন শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত। বাকি ১৫ জন বিভিন্ন ‘সামাজিক সংগঠনের’ ও ‘সাধারণ শিক্ষার্থী’ বলে দাবি করা হয়েছে।
এ প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সদস্য ও ফার্মেসি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল্লাহ আদিব। প্যানেলটি থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হয়েছেন মাজহারুল ইসলাম। ইংরেজি বিভাগের ৪৮তম ব্যাচের এই শিক্ষার্থী শাখা ছাত্রশিবিরের দপ্তর ও প্রচার সম্পাদক।
হলে লড়বেন সাধারণ শিক্ষার্থী পরিচয়ে
আগামী ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচনসহ একযোগে ২১টি হল সংসদে ভোটগ্রহণ হবে। হল সংসদে নিজেদের প্রার্থী ঘোষণা করেনি ছাত্রশিবির। তবে ছাত্রশিবিরের যাঁরা হল সংসদে লড়বেন, তাঁরা সাধারণ শিক্ষার্থী পরিচয় দেবেন।
জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিব এ বিষয়ে স্ট্রিমকে বলেছেন, ‘আমাদের সংগঠনের সঙ্গে জড়িতদের যাঁরা হলগুলোতে নির্বাচন করতে চায় তাঁদের সাধারণ শিক্ষার্থী হিসেবে নির্বাচন করতে বলা হয়েছে। আমরা কোনভাবে তাঁদের পেট্রোনাইজ (পৃষ্ঠপোষকতা) করিনি। তাই সেখানে আমাদের সংগঠনের বাইরের সমর্থিত কোনো প্রার্থী নেই। মেয়েদের হলগুলোতে আমাদের সংগঠনের কোনো কর্মী নেই।’
জানা গেছে, ছাত্রশিবিরের ১৪ সদস্য বিশিষ্ট জাবি শাখা কমিটির ৯জন নেতা জাকসু নির্বাচনে অংশ নিচ্ছেন। সভাপতি ও সম্পাদকের পাশাপাশি দাওয়াহ সম্পাদক মশিউর রহমানেরও ছাত্রত্ব নেই। বাকি দুইজনের হল সংসদে নির্বাচন করার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
তাঁরা হলেন শাখা ছাত্রশিবিরের ছাত্র অধিকার সম্পাদক মো. রাকিব হোসেন ও তথ্যপ্রযুক্তি সম্পাদক আলী আহম্মদ। এদের মধ্যে ১০ নম্বর ছাত্র হলের সহসভাপতি (ভিপি) পদে নির্বাচন করবেন রাকিব ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন আলী আহম্মদ।
জাবি ছাত্রশিবিরের সভাপতি মুহিব বলেন, ‘ছেলেদের হলগুলোতে কারা দাঁড়াচ্ছে সে বিষয়ে আসলে আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। রাকিব ও আলীর আহম্মদের ব্যাপারে জানি।’
ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা প্রতিবছরেই হাবিবুর রহমান কবিরের স্মরণে দোয়া মহফিলের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ে ব্যানার পোস্টার ও আয়োজনের সঙ্গে জাকসু নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তাঁদের কার্যক্রমকে তারা প্রাক্তনদের কর্মসূচি ও দোয়া মহফিলকে ধর্মীয় অনূভুতির অংশ হিসেবেই দেখছেন।
২ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির ঘোষিত প্যানেলে ছয়জন নারী প্রার্থী দিয়েছে। তবে তাঁদের কেউই গুরুত্বপূর্ণ পদে লড়বেন না। যে পদগুলো মেয়েদের জন্য নির্ধারিত শুধু সেসব পদেই নারী প্রার্থী রেখেছে ছাত্রশিবির।
৩ ঘণ্টা আগেচিঠিতে বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে আপনার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করে আপনার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ তিন মাসের জন্য নির্দেশক্রমে স্থগিত করা হলো।’
১৭ ঘণ্টা আগেজুলাই গণঅভ্যুত্থানের পর গেল বছরের ২৯ অক্টোবর তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির প্রকাশ্যে আসে। এর আগে থেকেই আলোচনা ছিল— বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে আধিপত্য বিস্তার ও সংগঠিত হয়েছে ছাত্রশিবির।
২১ ঘণ্টা আগে