leadT1ad

'নাসীরউদ্দীন পাটোয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়'

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১১: ৩৫
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। স্ট্রিম গ্রাফিক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নাসীরুদ্দীন পাটোয়ারীর পদত্যাগের সংবাদটি সঠিক নয় বলে জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত।

সালেহ উদ্দীন সিফাত জানিয়েছেন, ‘নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন। তিনি কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তার দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন।’

সিফাত আরও বলেন, ‘তার পদত্যাগের বিষয়টি কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয়।’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী দল থেকে পদত্যাগ করেছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়। তার পরিপ্রেক্ষিতে দলটির শীর্ষ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যম এবং দলীয়ভাবে বিষয়টিকে মিথ্যা দাবি করেন।

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়াক আরিফুল ইসলাম ফেসবুকে লিখেন, ‘এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী পদত্যাগ করেননি।’

দলটির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরও ফেসবুকে লিখেন, ‘এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী পদত্যাগ করেননি।’

এদিকে নাসির উদ্দীন পাটোয়ারী পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নিয়েছে কি না জানার জন্য মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায়নি।

Ad 300x250

সম্পর্কিত