.png)

স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী জেডআই খান পান্না, তিনি সময়ের আবেদন করেন। এর আগে গত ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠনের শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শুনানি হয়।
গত ২৫ সেপ্টেম্বর সুনির্দিষ্ট আটটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। সেদিনই শুনানি শেষে ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে ইনুকে ২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। অভিযোগ প্রমাণে ২০ জন সাক্ষীর তালিকা দিয়েছে প্রসিকিউশন। এছাড়া নথি হিসেবে তিনটি অডিও ও ছয়টি ভিডিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট ইনু গ্রেপ্তার হন। পরে তাকে কুষ্টিয়ার এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেয়। ট্রাইব্যুনালে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী জেডআই খান পান্না, তিনি সময়ের আবেদন করেন। এর আগে গত ১৪ অক্টোবর ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠনের শুনানির জন্য ২৩ অক্টোবর দিন ধার্য করে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শুনানি হয়।
গত ২৫ সেপ্টেম্বর সুনির্দিষ্ট আটটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। সেদিনই শুনানি শেষে ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে ইনুকে ২৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়।
জানা গেছে, ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে। অভিযোগ প্রমাণে ২০ জন সাক্ষীর তালিকা দিয়েছে প্রসিকিউশন। এছাড়া নথি হিসেবে তিনটি অডিও ও ছয়টি ভিডিও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট ইনু গ্রেপ্তার হন। পরে তাকে কুষ্টিয়ার এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।
.png)


জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের সবচেয়ে বড় দোসর’ আখ্যায়িত করে, দলটি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিবাদকে আজীবন সমর্থন করে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
৮ ঘণ্টা আগে
দেশের তিনটি রাজনৈতিক দলের চাপে অন্তর্বর্তীকালীন সরকার দিশেহারা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ঝিনাইদহ শহরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
৯ ঘণ্টা আগে