leadT1ad

মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

আগুনে পুড়ছে ভবন। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১১ নম্বরের কালশী রোড এলাকার কমিউনিটি সেন্টারে লাগা আগুন দুই ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভবনটির ৬ষ্ঠ তলায় আগুন জ্বলতে দেখা গেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

এর আগে, রাত ১০টা ১২ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে ১০টা ২৭ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি পৌঁছে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সংস্থার নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মিরপুর-১১ এলাকার বিবাহ বাড়ি কমিউনিটি সেন্টারের ছয়তলায় আগুনের সূত্রপাত হয়।

কমিউনিটি সেন্টারটি দেশ পলিটেকনিক কলেজের পাশের ভবনে অবস্থিত।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত