.png)

স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ কিংবা অব্যাহতির গুঞ্জনের পরই ‘মুখ্য সমন্বয়ক’ পরিচয়ে বক্তব্য দিয়েছেন দলটির শীর্ষ নেতা নাসীরউদ্দীন পাটোয়ারী।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ঢাকা জেলা ও ঢাকা মহানগর আয়োজিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন তিনি।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে নাসীরউদ্দীন পাটোয়ারী দল থেকে পদত্যাগ করেছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
শুক্রবার সকালে সেই খবর অস্বীকার করে এনসিপির শীর্ষ কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত বলেন, 'তিনি (পাটোয়ারী) কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তাঁর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। নাসীরউদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই রয়েছেন।'
এদিকে আজকে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, 'পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সাথেই আছি। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে।'
তিনি এসময় আরও বলেন, 'কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় অনিয়ম, বিভিন্ন কমিশনে কোথায় ব্যত্যয় আছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত। এ ধরনের অপ-সাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত। একটা ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে, ওই জায়গায় যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছে তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ কিংবা অব্যাহতির গুঞ্জনের পরই ‘মুখ্য সমন্বয়ক’ পরিচয়ে বক্তব্য দিয়েছেন দলটির শীর্ষ নেতা নাসীরউদ্দীন পাটোয়ারী।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ আবু সাঈদ কনভেনশন হলে ঢাকা জেলা ও ঢাকা মহানগর আয়োজিত সমন্বয় সভায় বক্তব্য রাখেন তিনি।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে নাসীরউদ্দীন পাটোয়ারী দল থেকে পদত্যাগ করেছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়।
শুক্রবার সকালে সেই খবর অস্বীকার করে এনসিপির শীর্ষ কয়েকজন নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দীন সিফাত বলেন, 'তিনি (পাটোয়ারী) কিছুদিন আগেও নির্বাচন কমিশনে পার্টি নিবন্ধন সংক্রান্ত কাজে তাঁর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও মুখ্য সমন্বয়ক হিসাবে তিনি বিভিন্ন উইংয়ের দায়িত্ব পালন করছেন। নাসীরউদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই রয়েছেন।'
এদিকে আজকে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, 'পদত্যাগের বিষয়টি গুজব। আমি এনসিপির সাথেই আছি। অনেকে অনুসন্ধানী সাংবাদিকতার নামে ভুল জায়গায় মিসাইল ছুড়ে থাকে।'
তিনি এসময় আরও বলেন, 'কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় অনিয়ম, বিভিন্ন কমিশনে কোথায় ব্যত্যয় আছে এগুলো নিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা করা উচিত। এ ধরনের অপ-সাংবাদিকতা থেকে বেরিয়ে আসা উচিত। একটা ব্যবসায়িক গোষ্ঠী যাদের নিজস্ব পত্রিকা এবং টিভি চ্যানেল রয়েছে, ওই জায়গায় যারা সুস্থ সাংবাদিকতা করতে চাচ্ছে তারাও অপসাংবাদিকতার শিকার হচ্ছেন।’
.png)


জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের সবচেয়ে বড় দোসর’ আখ্যায়িত করে, দলটি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিবাদকে আজীবন সমর্থন করে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
১০ ঘণ্টা আগে
দেশের তিনটি রাজনৈতিক দলের চাপে অন্তর্বর্তীকালীন সরকার দিশেহারা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ঝিনাইদহ শহরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
১১ ঘণ্টা আগে