.png)

স্ট্রিম প্রতিবেদক

জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের সবচেয়ে বড় দোসর’ আখ্যায়িত করে, দলটি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিবাদকে আজীবন সমর্থন করে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দলটির ঢাকা জেলা ও ঢাকা মহানগর শাখার সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘পাঁচ আগস্টের পর উচিত ছিল আওয়ামী দোসর জাতীয় পার্টিকে আইনের আওতায় নিয়ে আসা। অথচ সেটা না করায় এখনও পর্যন্ত তারা দেশবিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে।’
অনেকে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘এদিকে অনেকে আওয়ামী লীগকে সামনের নির্বাচনে আনতে চায়, যারা চায় তারা ২৪-এর শহীদদের সঙ্গে গাদ্দারি করতে চায়। এই আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে সামনের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ রাখা যাবে না।’
ঐকমত্য কমিশন নিয়ে আখতার বলেন, ‘আমরা বিভিন্ন সময় ঐকমত্য কমিশনে দাবি-দাওয়া উত্থাপন করলে আমাদের বলা হয়—তোমরা ছোট, রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় তোমরা বোঝো না। অথচ আমাদের দাবির প্রেক্ষিতেই কমিশনগুলো গঠন হয়েছিল। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ—এসবের দাবি ছিল এনসিপির। আজকে আমাদের দাবির বিষয়গুলো আমাদের সঙ্গেই উপেক্ষা করা হয়েছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয় টেনে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে আমরা সাজানো, বিদেশের চাপিয়ে দেওয়া, ডিজিএফআইয়ের পরিকল্পিত নির্বাচন আর দেখতে চাই না। বাংলাদেশের মেহনতি, গরিব মানুষেরা বারবার প্রতারিত হয়েছে। আমরা মানবিক মর্যাদা এখনও নিশ্চিত করতে পারিনি। বেসরকারি খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা যায়নি। গরিব অসহায় মানুষেরা কীভাবে বার্ধক্যের জীবন অতিবাহিত করবেন তা এখনও নিশ্চিত হয়নি। আমরা জনঘনিষ্ঠ সমস্যা সমাধান করতে চাই।’
অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা এবং যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত প্রমুখ।

জাতীয় পার্টিকে ‘ফ্যাসিবাদের সবচেয়ে বড় দোসর’ আখ্যায়িত করে, দলটি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে ফ্যাসিবাদকে আজীবন সমর্থন করে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দলটির ঢাকা জেলা ও ঢাকা মহানগর শাখার সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ‘পাঁচ আগস্টের পর উচিত ছিল আওয়ামী দোসর জাতীয় পার্টিকে আইনের আওতায় নিয়ে আসা। অথচ সেটা না করায় এখনও পর্যন্ত তারা দেশবিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে।’
অনেকে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘এদিকে অনেকে আওয়ামী লীগকে সামনের নির্বাচনে আনতে চায়, যারা চায় তারা ২৪-এর শহীদদের সঙ্গে গাদ্দারি করতে চায়। এই আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে সামনের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ রাখা যাবে না।’
ঐকমত্য কমিশন নিয়ে আখতার বলেন, ‘আমরা বিভিন্ন সময় ঐকমত্য কমিশনে দাবি-দাওয়া উত্থাপন করলে আমাদের বলা হয়—তোমরা ছোট, রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় তোমরা বোঝো না। অথচ আমাদের দাবির প্রেক্ষিতেই কমিশনগুলো গঠন হয়েছিল। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ—এসবের দাবি ছিল এনসিপির। আজকে আমাদের দাবির বিষয়গুলো আমাদের সঙ্গেই উপেক্ষা করা হয়েছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয় টেনে আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে আমরা সাজানো, বিদেশের চাপিয়ে দেওয়া, ডিজিএফআইয়ের পরিকল্পিত নির্বাচন আর দেখতে চাই না। বাংলাদেশের মেহনতি, গরিব মানুষেরা বারবার প্রতারিত হয়েছে। আমরা মানবিক মর্যাদা এখনও নিশ্চিত করতে পারিনি। বেসরকারি খাতে ন্যূনতম মজুরি নির্ধারণ করা যায়নি। গরিব অসহায় মানুষেরা কীভাবে বার্ধক্যের জীবন অতিবাহিত করবেন তা এখনও নিশ্চিত হয়নি। আমরা জনঘনিষ্ঠ সমস্যা সমাধান করতে চাই।’
অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন—মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা এবং যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত প্রমুখ।
.png)


দেশের তিনটি রাজনৈতিক দলের চাপে অন্তর্বর্তীকালীন সরকার দিশেহারা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ঝিনাইদহ শহরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ কিংবা অব্যাহতির গুঞ্জনের পরই ‘মুখ্য সমন্বয়ক’ পরিচয়ে বক্তব্য দিয়েছেন দলটির শীর্ষ নেতা নাসীরউদ্দীন পাটোয়ারী।
৫ ঘণ্টা আগে