leadT1ad

তিনটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশেহারা : মজিবুর রহমান মঞ্জু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঝিনাইদহ

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ২১: ৪৯
ঝিনাইদহ শহরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ছবি: সংগৃহীত

দেশের তিনটি রাজনৈতিক দলের চাপে অন্তর্বর্তীকালীন সরকার দিশেহারা বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ শুক্রবার (২৪ অক্টোবর) ঝিনাইদহ শহরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আমরা দেখছি, তিনটি রাজনৈতিক দলকে অন্তবর্তীকালীন সরকার খুশি করার চেষ্টা করছে। তাদের চাপে সরকার দিশেহারা। অথচ অতীতে তত্ত্বাবধায়ক সরকারগুলো এমন ছিল যে, সরকারের চাপে রাজনৈতিক দলগুলো দিশেহারা হতো।’

ওই দলগুলোর সমালোচনা করে মঞ্জু বলেন, ‘বর্তমানে বড় দুটি দল বিএনপি ও জামায়াত এবং একটি অনিবন্ধিত দল এনসিপি এই সরকার থেকে সুবিধা ভোগ করছে। এই তিনটি দলের বিশৃঙ্খলার কারণে দুর্নীতি, দখল বাণিজ্য, পদায়ন ও বদলি বাণিজ্য এখনো বন্ধ হয়নি।’

রাষ্ট্রীয় কাঠামোতে প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার বিষয়টি জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা হলেও তা এখনও করা যায়নি জানিয়ে তিনি বলেন, ‘এভাবে যদি চলতে থাকে, তাহলে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কি না, তা নিয়ে আমরা শঙ্কিত।’

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া নতুন রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি জোট হতে পারে বলেও জানান এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, ‘এসব নতুন দল নিয়ে জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে। যদিও এখনো চূড়ান্ত হয়নি। তবে আশা করছি, খুব শিগগিরই বিষয়টি স্পষ্টভাবে ঘোষণা করা হবে।’

জনগণ ও গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত উল্লেখ করে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘১৯৯০-এর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ ডা. মিলন ও নূর হোসেন জীবন দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ ফিরিয়ে দিয়েছিলেন। জুলাই অভ্যুত্থানে দেশের জনগণ স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়ে আবারও নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ সুগম করেছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি, জুলাই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তা এখনো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের ওপর জনগণের যে প্রত্যাশা ছিল, তা নানা ধরনের বিশৃঙ্খলার কারণে আজ হুমকির মুখে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা এবি পার্টির আহ্বায়ক মতিয়ার রহমান। সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুব পার্টির সদস্য সচিব ও ঝিনাইদহ-২ আসনে এবি পার্টির সংসদ সদস্য প্রার্থী হাদিউজ্জামান খোকন। সভায় ঝিনাইদহ জেলার তিনটি আসনে এবি পার্টির মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত